সহযাত্রীর গায়ে প্রস্রাব কাণ্ডে বিরাট অঙ্কের জরিমানা এয়ার ইন্ডিয়াকে, সাসপেন্ড পাইলট

ODD বাংলা ডেস্ক: মাঝআকাশে সহযাত্রীর গায়ে প্রস্রাব! গোটা ঘটনা জানার পরও সঙ্গে সঙ্গে অভিযুক্তর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি এয়ার ইন্ডিয়া। বরং গোটা বিষয়টিকে কার্যত ধামাচাপা দেওয়ারই চেষ্টা করা হয়েছিল। এবার সেই ‘অপরাধে’ বিমান সংস্থাটিকে ৩০ লক্ষ টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেরানেল অফ সিভিল অ্যাভিয়েশন।নিয়ম ভঙ্গের অভিযোগে শুধু বিমান সংস্থাকে জরিমানাই নয়, ওই বিমানটির প্রধান পাইলটের লাইসেন্সও সাসপেন্ড করা হয়েছে। এয়ার ক্রাফ্টের ১৪১ নম্বর আইন লঙ্ঘনের জন্য তিন মাসের জন্য নির্বাসিত তিনি। পাশাপাশি বিমানে পরিবেষার জন্য যে কর্মীরা ছিলেন, তাঁদের ডিরেক্টরকেও তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নিজের কাজ সঠিক ভাবে করতে পারার অভিযোগে তাঁকে জরিমানা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.