'নেতাজিকে নিয়ে টানাটানি করে লাভ নেই', RSS-র অনুষ্ঠানে মন্তব্য দিলীপের
ODD বাংলা ডেস্ক:নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তীতে গোটা রাজ্যের পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশনায়ককে শ্রদ্ধা জানানো হচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা RSS-এর তরফে শহিদ মিনার গ্রাউন্ডে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আরএসএস প্রধান মোহন ভগবতও উপস্থিত ছিলেন। এই অনু্ষ্ঠানে RSS-র পোশাকে এই অন্য দিলীপ ঘোষতে দেখা গেলে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ দীর্ঘদিন ধরে আরএসএসের সঙ্গে যুক্ত।এমনকী আরএসএস থেকে তিনি রাজনীতিতে এসেছিলেন। সেই দিলীপকেই এদিন আরএসএসের পোশাক পড়তে দেখা যায়। ওদিকে শাসকদলের দাবি হঠাৎ করে আরএসএস ও বিজেপির নেতাজিকে মনে পড়েছে। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, 'তৃণমূলের জন্মের আগে থেকে আমরা নেতাজিতে নিয়ে অনুষ্ঠান করি। তৃণমূল তো সবে কদিন হল নেতাজিকে নিয়ে অনুষ্ঠান করছে। তৃণমূল বাংলার সব মণীষীদের অপমান করছে। সেনাকে অপমান করেছে। তাই তাদের থেকে জ্ঞান নেওয়ার কোনও দরকার নেই। নেতাজি সংঘ প্রতিষ্ঠাতার কাছে এসেছিলেন। আমাদের সঙ্গে তাঁর নাড়ির টান রয়েছে। এটা সকলের জানা উচিত।'
Post a Comment