'বাংলাদেশের স্লোগান ওটা...', রাজ্যপালের মুখে 'জয় বাংলা' শুনে প্রতিক্রিয়া শুভেন্দুর

ODD বাংলা ডেস্ক: প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবসের বিকেলে রাজভবনে বিশিষ্ট অতিথিদের সঙ্গে চা-চক্রে যোগদেন রাজ্যপাল। কিন্তু, এবারের চা-চক্র আরও একটি কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের জন্য প্রতীকী 'হাতেখড়ি' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। তবে সাংবাদিকদের শুভেন্দু বলেন, 'জয় বাংলা বাংলাদেশের স্লোগান। বঙ্গবন্ধু মুজিবর রহমান, সেখানকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের শাসকদলের নেতানেত্রীরা এই স্লোগান ব্যবহার করেন। নিজেদের উদ্দেশ্য সাধনে রাজ্যপালকে দিয়ে এই কথা বলিয়ে নেওয়া হয়েছে। রাজ্যপালের শুভাকাঙ্ক্ষীরা তাঁকে পরবর্তীকালে বিষয়টি বুঝিয়ে দেবেন।' রাজ্যপালের মুখে 'জয় বাংলা' স্লোগান শুনে যে শুভেন্দু অধিকারী অখুশি এদিন তাঁর কথা থেকেই তা স্পষ্ট।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.