'নেতাজিকে ভোলানোর চেষ্টা হয়েছিল', আন্দামানে ২১ দ্বীপের নামকরণের পর দাবি নরেন্দ্র মোদীর
ODD বাংলা ডেস্ক: নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে দেশজুড়ে পরাক্রম দিবস পালন কেন্দ্রের। এই উপলক্ষে আন্দামন নিকোবরে ২১ টি বড় অনামি দ্বীপের নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরমবীরচক্রে সম্মানিত ২১ জন সেনার নামে নাম হয়েছে এই ২১টি দ্বীপের। আন্দামানের রস আইল্যান্ডের নাম আগেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে করা হয়েছে। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সেই নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপেই ন্যাশনাল মেমোরিয়ালের মডেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ব্রিটিশের সঙ্গে লড়াই করে আন্দামানে-নিকোবর পৌঁছে গিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনী। আজাদ হিন্দ সরকারও তৈরি করেন নেতাজি। সেই প্রসঙ্গ টেনেছেন প্রধানমন্ত্রীও। অভিযোগ, এক সময় নেতাজিকে ভুলে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, "এই আন্দামানেই প্রথম তেরঙ্গা পতাকা তোলা হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম সরকার তৈরি হয়েছিল।"
Post a Comment