গর্ভপাতে সন্তান হারানো নারীর চোখের জল মুছিয়ে দেন, সন্তানের ‘পুনর্জন্ম’ দেওয়াই পেশা
ODD বাংলা ডেস্ক: সদ্যোজাত শিশুর মতো দেখতে এক বিশেষ ধরনের পুতুল মহিলাদের হাতে তুলে দিচ্ছেন ব্রিটেনের ক্যারেন এলিয়ট।
চেয়েও মা হতে পারেন না এমন মহিলার সংখ্যা নেহাত কম নয়। অনেক সময় অন্তঃসত্ত্বা হওয়ার পরেও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে অনিচ্ছাকৃত গর্ভপাতের মতো ঘটনা ঘটে যায়। যিনি চেষ্টা করেও মা হতে পারলেন না, তাঁর মনের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে এর ফলে। যাকে এত দিন নিজের শরীরে ধারণ করলেন, জন্মের আগেই এ ভাবে তার চলে যাওয়া মেনে নেওয়া খুবই কঠিন হয়ে পড়ে। এই ধরনের ঘটনা ঘটলে যাতে মহিলারা নিজেদের মনকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারেন, তার জন্য সদ্যোজাত শিশুর মতো দেখতে এক বিশেষ ধরনের পুতুল মহিলাদের হাতে তুলে দিচ্ছেন ব্রিটেনের এক মহিলা। নাম ক্যারেন এলিয়ট।
জন্মসূত্রে আমেরিকার বাসিন্দা ক্যারেন এখন থাকেন ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়রে। ক্যারেন নিজের তৈরি করা পুতুলগুলির নাম রেখেছেন ‘রিবর্ন’। শব্দটির বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘পুনর্জন্ম’। ২০১২ সালে এই পুতুল তৈরি করা শুরু করেন তিনি। পুতুলগুলি মূলত ক্লে থেকে তৈরি। সেগুলি যাতে আসলের মতো দেখতে হয়, তাই মাথার চুল হিসাবে আসল চুল ব্যবহার করা হয়। শিশুদের শরীরে যে বিশেষ গন্ধ থাকে তার অনুকরণে বিশেষ সুগন্ধি ছড়িয়ে দেওয়া হয় পুতুলের গায়ে। পুতুলগুলির দাম পনেরো হাজার টাকা থেকে শুরু। লক্ষাধিক টাকা পর্যন্ত হতে পারে দাম।
Post a Comment