জার্মানি-চিনের পর ভারতে চালু হতে চলেছে হাইড্রোজেন চালিত ‘সবুজ ট্রেন’!
ODD বাংলা ডেস্ক: হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা শুরু করেছে চিন। চিনের ‘সিআরআরসি কর্পোরেশন লিমিটেড’ সম্প্রতি ‘হাইড্রোজেন আরবান ট্রেন’ চালু করেছে। যা এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় এই ধরনের ট্রেন।কয়েক মাস আগে জার্মানিতে প্রথম হাইড্রোজেন চালিত ‘সবুজ ট্রেন’ চালু করা হয়েছিল। তার পরে এই ট্রেন চিনে চালু করা হয়। খুব শীঘ্র ভারতেও সবুজ ট্রেন চলবে বলে রেল মন্ত্রক সূত্রে খবর।চিনের হাইড্রোজেন ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। আর সবচেয়ে মজার কথা হল জ্বালানি শেষ হয়ে গেলেও ছুটে যেতে পারে ৬০০ কিমি।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৩ সালের ডিসেম্বরে ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হবে বলে আশা করা যাচ্ছে।অশ্বিনীর মতে, ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের মতো ভারতীয় রেল নতুন পরিবেশবান্ধব এবং গতিযুক্ত রেলের উপর কাজ করছে। ইঞ্জিনিয়াররাও রেলের নতুন নতুন নকশা তৈরি করছেন।
Post a Comment