কুকুর পুষতে চাইলে দিতে হয় মোটা টাকা ট্যাক্স, পড়শি দেশেই চালু এই ব্যবস্থা

ODD বাংলা ডেস্ক: কুকুর পুষতেও ট্যাক্স দিতে হয়। ভারতের প্রতিবেশী দেশেই রয়েছে এই ব্যবস্থা। শুধু কুকুরই নয়, ঘোড়া বা হরিণ পুষতে গেলেও আপনাকে কর দিতে হবে পুরসভাকে। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশেই চালু রয়েছে এই ব্যবস্থা। রাজধানী ঢাকার দুই পুরনিগম কর্তৃপক্ষের এমন কর আদায় নিয়ে পোষ্য মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।বাংলাদেশের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২০১৬ সাল থেকেই কুকুর, ঘোড়া এবং হরিণ পোষার ক্ষেত্রে কর আদায় করে চলেছে। পড়শি দেশের অগ্রণী সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সে দেশের সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল ২০১৬ অনুযায়ী, প্রতি বছর বাড়িতে কুকুর পোষার জন্য মালিককে সিটি কর্পোরশনকে পোষ্য প্রতি ৫০০ টাকা করে দিতে হয়। তবে হরিণ বা ঘোড়া পুষলে এই করের অঙ্ক পোষ্য প্রতি ১ হাজার টাকা করে নেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.