গোর্খাল্যান্ডের দাবিতে প্রকাশ্য সভায় একই মঞ্চে বিমল গুরুং ও বিনয় তামাং, সঙ্গে সিপিএমও


ODD বাংলা ডেস্ক: নতুন করে দার্জিলিং শহরে মাথাচাড়া দিয়ে উঠছে পৃথক গোর্খাল্যান্ডের দাবি। এবং সেখানে শামিল সিপিএমও। ফলে সঙ্গী বিতর্কও। রবিবার ক্যাপিটাল হলে প্রকাশ্য সভায় একই মঞ্চে দেখা গেল বিমল গুরুং, বিনয় তামাং, অজয় এডওয়ার্ড-সহ সিপিএমের জেলা সম্পাদক সমন পাঠককে। সেখানেই গোর্খাল্যান্ডের দাবি ওঠে। মঞ্চে হাজির প্রত্যেকের মুখে ছিল গোর্খাল্যান্ডের কথা। কেউ সরাসরি বলেন, কেউ আবার ঘুরিয়ে। কিন্তু দাবি একই ছিল। যদিও ওই জনসভাকে কটাক্ষ করেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা। তিনি বলেন, ‘‘ওটা গোর্খাল্যান্ডের আন্দোলনের জন্য মঞ্চ নয়। ওটা আমাকে গালি দেওয়ার মঞ্চ।’’ সোমবার পাহাড়ে দার্জিলিং পুরসভার চেয়ারম্যান নির্বাচন। তার ঠিক চব্বিশ ঘণ্টা আগে এমন জনসভা পাহাড়ের রাজনীতিতে নতুন মোড়। পাহাড়ের উন্নয়নের স্বার্থে যখন অনীত থাপারা বোর্ড গঠন করতে চলেছেন। ঠিক তখনই ফের একবার গোর্খাল্যান্ডের দাবি তুলে আন্দোলনের আভাস দিলেন বিরোধীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.