পারদ নামল ১.৪ ডিগ্রিতে, প্রবল শৈত্যপ্রবাহে হলুদ সতর্কতা জারি দিল্লিতে

ODD বাংলা ডেস্ক: দিল্লিতে ফের শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদ নামল ১.৪ ডিগ্রিতে। যা চলতি মরশুমের শীতলতম দিন বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী এক সপ্তাহের জন্য রাজধানীতে হলুদ সতর্কতা জারি করেছে Indian Meteorological Department বা IMD। দিল্লির পাশাপাশি দিল্লি NCR-এ এই শৈত্যপ্রবাহ চলবে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস বলা হয়েছে, আগামী তিন দিনে রাজধানী ও তার সংলগ্ন এলাকায় তাপমাত্রার পারদ আরও ২-৩ ডিগ্রি নেমে যেতে পারে। এছাড়াও থাকবে কুয়াশার দাপট। যা চলবে আগামী আরও পাঁচদিন। দিল্লি NCR-এ সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২ ডিগ্রির আশেপাশে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় ব্যাহত হয়েছে উত্তর ভারতের রেল পরিষেবা। কুয়াশার জেরে অন্তত ১৩টি ট্রেন দেরিতে চলছে বলে জানিয়েছে উত্তর রেল কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.