মৃত্যুর ইঙ্গিত দেয় এই স্বপ্ন, আপনি এমন কিছু দেখেছেন কি?

 


ODD বাংলা ডেস্ক: স্বপ্নে অবচেতন মনের নানান চিন্তাভাবনা প্রকাশ পায়। এই স্বপ্নই আবার আমাদের ভবিষ্যতের বিভিন্ন ঘটনার দিকে ইঙ্গিত করে। আমরা স্বপ্নে যা দেখি, তার পিছনে একাধিক তথ্য থাকে। স্বপ্ন শাস্ত্র অনুযায়ী প্রতিটি স্বপ্নের পৃথক পৃথক অর্থ রয়েছে। এই স্বপ্ন ব্যক্তির জীবনের কিছু শুভ বা অশুভ ঘটনার ইঙ্গিত দেয়। অনেক সময় এই স্বপ্নগুলির অর্থ বুঝতে না-পেরে, তাকে সাধারণ ভেবে ভুল করি। এমনই কিছু স্বপ্নের মধ্যে মৃত্যুর ইঙ্গিত লুকিয়ে থাকে। স্বপ্ন শাস্ত্র অনুযায়ী, মৃত্যুর আগে ব্যক্তির আশপাশে কিছু ঘটনা ঘটে। আবার কিছু কিছু স্বপ্নও মৃত্যুর আগাম ইঙ্গিত দেয়। কোন কোন স্বপ্ন আপনার জীবনে দুর্ঘটনা, অপ্রিয় ঘটনা বা মৃত্যুর ইঙ্গিত দেয় জেনে নিন।


কালো কাকের স্বপ্ন


স্বপ্ন শাস্ত্র অনুযায়ী কোনও ব্যক্তি স্বপ্নে কালো কাক দেখলে, তা ভবিষ্যতের কোনও বড়সড় অশুভ ঘটনার দিকে ইঙ্গিত দেয়। এমন স্বপ্ন এলে সতর্ক হন।


যাত্রার স্বপ্ন


কোনও স্থানে যাত্রার স্বপ্ন দেখছেন, তার কাছাকাছি সময়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছ? তা হলে শীঘ্র নিজের সেই যাত্রা বাতিল করুন। কারণ যাত্রার স্বপ্ন মৃত্যর দিকে ইশারা করে। এমনও হতে পারে যে যাত্রার সময়ে কোনও দুর্ঘটনার শিকার হতে পারেন আপনি।


গান গাইছেন এমন কোনও মহিলার স্বপ্ন


স্বপ্ন শাস্ত্র অনুযায়ী কোনও মহিলাকে স্বপ্নে গান গাইতে দেখলে, তা-ও ভবিষ্যতের অশুভ ঘটনার দিকে ইঙ্গিত দেয়। আপনাদের সতর্ক করছে এই স্বপ্ন। কারণ কোনও অপ্রিয় ঘটনা ঘটতে পারে।


কালো ছায়ার স্বপ্ন


কালো ছায়ার স্বপ্ন ভয়াবহ ইঙ্গিত বহন করে। স্বপ্ন শাস্ত্র অনুযায়ী কালো ছায়ার স্বপ্ন বড় লোকসান, মৃত্যু, শোক, অস্বীকৃতি, ঘৃণা, রহস্য, অন্ধকার, জেলযাত্রার দিকে ইশারা করে।


কালো বেড়ালের স্বপ্ন


কালো বেড়ালের স্বপ্ন দুর্ভাগ্যের দিকে ইশারা করে। আবার এই স্বপ্ন মৃত্যুর দিকে ইশারা করে। স্বপ্ন শাস্ত্র মতে কালো বেড়ালের স্বপ্ন অকাল মৃত্যুর দিকে ইশারা করে। তাই এমন স্বপ্ন দেখলে অত্যন্ত সতর্ক থাকতে হবে।


সাপের স্বপ্ন


স্বপ্নে সাপ দেখাও অনেক ক্ষেত্রে অশুভ। শাস্ত্র মতে সাপের স্বপ্ন ভবিষ্যতের বড়সড় ঘটনার দিকে ইঙ্গিত করে।


ডুবন্ত ব্যক্তিকে বাঁচানোর স্বপ্ন


স্বপ্ন শাস্ত্রে এমন স্বপ্নকে অশুভ মনে করা হয়। কেউ যদি ডুবন্ত ব্যক্তিকে বাঁচানোর স্বপ্ন দেখেন, তা হলে সেটি ভবিষ্যতের অশুভ ঘটনার ইঙ্গিত দেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.