এই ৭ কারণেই বন্ধু ও প্রেমী হিসেবে সেরা জানুয়ারির জাতকরা

 


ODD বাংলা ডেস্ক: সদ্য শুরু হয়েছে জানুয়ারি মাস। আপনি যদি জানুয়ারি মাসের জাতক হন, তাহলে বিভিন্ন দিক দিকে অন্যদের থেকে অনেকটাই আলাদা আপনি। এখানে জানুয়ারি মাসের জাতকদের সাতটি বৈশিষ্ট্যের তথা তুলে ধরা হল, যা তাঁদের অন্যরকম করে তুলেছে। জেনে নিন জানুয়ারি মাসের জাতকদের সাতটি চারিত্রিক বৈশিষ্ট্যের কথা।


সেন্স অফ হিউমার


জানুয়ারি মাসের জাতকদের সেন্স অফ হিউমার থাকে দারুণ। এরা সবাইকে নিখুঁত ভাবে লক্ষ্য করেন। তারপর নিজের আশপাশের লোকেদের সুন্দর ভাবে নকল করে সবাইকে হাসাতে পারেন এরা। ছোটখাটো বিষয় নিয়েও মজার জোকস বলতে পারেন জানুয়ারি মাসের জাতকরা।


এনার্জেটিক


একটু বেশিই বকবক করেন জানুয়ারির জাতকরা। এরা নতুন নতুন জিনিস করে দেখতে ভালোবাসেন। এদের এনার্জির কারণে এরা অন্যদের কখনও বোর হতে দেন না। অ্যাডভেঞ্চার প্রিয় জানুয়ারির জাতকদের মধ্যে একটা ছেলেমানুষী থেকেই যায়।


পার্টি লাভার


জমিয়ে হই হুল্লোড় পার্টি করতে ভালোবাসেন জানুয়ারি মাসের জাতকরা। সবার সঙ্গে সহজে এরা বন্ধু হিসেবে মিশে যেতে পারেন। এরা সহজেই যে কোনও জমায়েতের মধ্যমণি হয়ে ওঠেন।


সিদ্ধান্তে অবিচল


গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে মোটেও সংশয়ে ভোগেন না জানুয়ারির জাতকরা। এঁদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গী স্বচ্ছ। সেই কারণে কী করছেন কেন করছেন, তা ভালো ভাবে বিচার করেই এরা যে কোনও সিদ্ধান্ত নেন।


রোম্যান্সে রঙীন


অত্যন্ত রোম্যান্টিক হন জানুয়ারির জাতকরা। সঙ্গী হিসেবে এরা যথেষ্ট নির্ভরযোগ্য। একবার যাকে ভালোবাসেন, সারা জীবন তাঁর সঙ্গে থাকেন জানুয়ারির জাতকরা। এরা কখনও অধৈর্য্য হয়ে পড়েন ঠিকই, তবুও সঙ্গীর মুখে হাসি ফোটাতে এদের চেষ্টার কসুর নেই।


ডমিনেট করা যায় না


আপনার সঙ্গী জানুয়ারি মাসের জাতক হলে ভুলেও তাঁকে ডমিনেট করার চেষ্টা করবেন না। জানুয়ারির জাতকদের কিছু করতে বাধা দিলে এরা সেই কাজটা আরও বেশি করে করেন। এঁরা 'বাঁচো এবং বাঁচতে দাও' নীতিতে বিশ্বাসী।


ভদ্র-শিষ্ট


যাঁকে বলে মাটির মানুষ, এক কথায় তাই হন জানুয়ারির জাতকরা। সহজে এরা রেগে যান না। কঠিন পরিস্থিতিতেও এদের মুখে হাসি দেখা যায়। পজিটিভ চিন্তাভাবনায় বিশ্বাসী হন জানুয়ারি মাসের জাতকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.