আর্থিক তছরুপের মামলায় তৃণমূল মুখপাত্র সাকেত গোখেল-কে গ্রেফতার করল ED


ODD বাংলা ডেস্ক: গত কয়েক দফায় সাকেত গোখেলকে একাধিকবার গ্রেফতার করেছে পুলিশ। এমনকি গত কয়েকমাস আগেই দিল্লির বঙ্গভবন থেকে সাকেতকে গ্রেফতার করে নিয়ে যায় গুজরাত পুলিশ। যা নিয়ে শুরু হয়েছে একটা বিতর্ক। আর এর মধ্যেই আর্থিক তছরুপের একটি মামলাতে তৃণমূলের জাতীয় মুখপাত্রকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এহেন পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ শাসকদলের।জানা যাচ্ছে, সাকেতের বিরুদ্ধে বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ পেয়েছেন ইডির আধিকারিকরা। শুধু তাই নয়, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে তৃণমূল নেতার নামে। শুধু তাই নয়, যে উদ্দেশ্যে এই টাকা তোলা হয় তাতে তা খরচ করা হয়নি বলেও অভিযোগ। আর এই বিষয়ে সাকেতকে আরও জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.