চেহারা, নাম, পেশা সবই এক! যমজ হয়েও যমজ নন দুই যুবক

 


ODD বাংলা ডেস্ক: পৃথিবীতে এমন ‘যমজ’ আছে যারা দেখতে একই রকম। এমন একটা ঘটনা ঘটেছে যা একটু অন্যরকম। দুইজন মানুষ, দেখতে অবিকল এক, উচ্চতা এক, পেশা এক, এমনকি নামও এক। অথচ কেউ কাউকে চিনতেন না। দুইজনের আলাপ হল একই শল্যচিকিৎসকের কাছে অস্ত্রোপচার করাতে গিয়ে।

না, কোনো মিস্ট্রি থ্রিলার ছবির গল্প নয়, এমনই ঘটনা ঘটেছে আমেরিকার দুই ক্রীড়াবিদের জীবনে। দুইজন পেশাদার বেসবল খেলোয়াড়। দুজনেরই নাম ব্র্যাডি ফেইল। তবে দুই ব্র্যাডির বয়স অবশ্য আলাদা। এক জনের বয়স ৩২, অপর জনের ২৭।


দুই সমনামীর পরিচয় হয় একই হাসপাতালে ভর্তি হওয়ার সূত্রে। দুইজনেই ক্রীড়াবিদ, ২০১৫ সালে দুইজনেই কাঁধে চোট লাগে। দুই ক্রীড়াবিদ একই জায়গায়, একই অস্ত্রোপচার করাতে যান শল্যচিকিৎসক জেমস অ্যান্ড্রুজের কাছে। দুই ব্র্যাডির চুল ও গায়ের রংও এক। দুইজনেরই উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। চিকিৎসক নিজেও ঘাবড়ে যান বিষয়টি নিয়ে। দ্বিতীয় ব্র্যাডির অস্ত্রোপচার করতে গিয়ে তিনি ভাবেন একই ব্যক্তির দ্বিতীয় বার অস্ত্রোপচার হচ্ছে। পরে বিষয়টি খতিয়ে দেখার পর জানা যায় দুইজন আলাদা ব্যক্তি। কেউ কাউকে চেনেন না।


পরিচয় হওয়ার পর বন্ধুত্ব হয়ে যায় দুই ব্র্যাডির। কিন্তু বার বার একই সমস্যা তৈরি হওয়ায় সম্প্রতি ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেন দুইজনে। কিন্তু পরীক্ষায় দেখা যায় জিনগত ভাব পরস্পরের সঙ্গে সম্পর্কিত নন তারা। তবে পরীক্ষার ফল যা-ই বলুক, দুই ব্র্যাডির বন্ধুত্ব এতই গভীর হয়েছে যে, এখন তারা পরস্পরকে ভাই বলেই ধরে নিয়েছেন।


ব্র্যাডিদের এই ঘটনা বিরল বটে, তবে এমন আরো অন্তত ৩২ জোড়া মানুষ রয়েছেন পৃথিবীতে যারা অবিকল একই রকম দেখতে। কিন্তু তাদের মধ্যে কোনও সম্পর্ক নেই। ২০২২ সালে বিজ্ঞানপত্রিকা ‘সেল’-এ প্রকাশিত একটি গবেষণাপত্র সে কথাই বলছে। ঠিক কেন এমন ঘটনা ঘটে, তা নিয়ে নিশ্চিত নন বিজ্ঞানীরাও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.