আসছে 'প্রলয়'! চিনের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ভারতীয় বিমানবাহিনী

ODD বাংলা ডেস্ক: ভারতীয় বিমান বাহিনী উত্তর পূর্ব ভারতের সব মূল এয়ারবেসে প্রলয় অনুশীলন চালাবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে আরও জানা গিয়েছে যে চিনের সঙ্গে চলতে থাকা অচলাবস্থার মধ্যেই উত্তর-পূর্বে সম্প্রতি স্থানান্তরিত ড্রোন স্কোয়াড্রন সহ উত্তর-পূর্বে তার সমস্ত প্রধান বিমান ঘাঁটিগুলিকে অন্তর্ভুক্ত করে এই অনুশীলন প্রলয় পরিচালনা করা হবে। আগামী কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা এই মহড়াটিও এমন একটি সময়ে শুরু হচ্ছে যখন ভারতীয় বিমান বাহিনী এই এলাকায় সক্রিয় S-400 এয়ার ডিফেন্স স্কোয়াড্রন মোতায়েন করেছে যা ৪০০ কিমি দূর থেকে শত্রুর যেকোনও বিমান বা ক্ষেপণাস্ত্রকে আঘাত করতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.