দিল্লিতে বইছে কনকনে ঠান্ডা হাওয়া! আরও ৩ ডিগ্রি নামতে পারে পারদ
ODD বাংলা ডেস্ক: দিন কয়েক ঠান্ডার কামড় থেকে সামান্য রেহাই পেলেও মৌসম ভবন জানিয়েই দিয়েছিল ১৫-১৮ জানুয়ারি উত্তর ভারত জুড়ে আবার নতুন করে বাড়বে শৈত্যপ্রবাহের দাপট। সঙ্গে থাকবে ঘন কুয়াশাও। পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল থেকেই শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং উত্তরপ্রদেশের একাংশে।মৌসম ভবন জানিয়েছে, আগামী ৩ দিন উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের কোনও কোনও জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী ৩ দিনের মধ্যে মধ্যপ্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস কমবে। ফলে পূর্ব ভারতের কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Post a Comment