‘বিয়ে করব, যখন…’, জীবনের নয়া ইনিংস নিয়ে বড়সড় আপডেট দিলেন রাগা!
ODD বাংলা ডেস্ক: এখনও তিনি দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলার। নয় নয় করে ৫২ বছরেও বিয়ের প্রস্তাব কম পান না। বিয়ের পিঁড়িতে তিনি কবে বসবেন, এটাই লাখ টাকার সওয়াল। গোটা দেশ সেই দিনের অপেক্ষায়। তবে এবার এলিজিবল ব্যাচেলার নিজেই জানিয়ে দিলেন, কবে তিনি জীবনের নয়া ইনিংস শুরু করতে চান। হ্যাঁ, কথা হচ্ছে রাহুল গান্ধীর। কোনও রাখঢাক না রেখে জানিয়ে দিলেন, কেমন জীবনসঙ্গী পছন্দ।সোশ্যাল মিডিয়ায় এক কংগ্রেস নেতা রাহুলের একটি সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করেছেন। সেখানেই বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন ওয়ানড়ের সাংসদ। শীঘ্রই কি বিয়ে করতে চলেছেন? রাহুলের জবাব, “যখন সঠিক মহিলা আমার জীবনে আসবে, সেদিনই বিয়ে করব।” কেমন জীবনসঙ্গী চাই? মনে মনে কিছু ভেবেছেন? এ প্রশ্নের উত্তরে রাহুল জানান, “না। শুধু একজন বুদ্ধিমতী মহিলা চাই যিনি ভালওবাসবেন।” এই জবাব শুনেই সঞ্চালক বলেন, “মহিলারা জেনে নিলেন তো?” তারপরই রাহুলের দিকে তাকিয়ে মজা করে বলেন, “এবার কিন্তু আপনি চাপে পড়বেন।”
Post a Comment