প্রেম সম্পর্ক ভাঙতে দেরি করে না এই ৫ রাশি! আপনার সঙ্গীও কি তালিকায়?



 ODD বাংলা ডেস্ক: প্রেম সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেকেই সেই স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারেন না। তখন কষ্ট, দুঃখ-দুর্দশায় জীবন কাটে অনেকের। জ্যোতিষ মতে জল চিহ্নের রাশির জাতকরা প্রেম সম্পর্ক ভাঙলে অধিক কষ্ট অনুভব করেন। এমনকি এই বাঁধন ভেঙে যাওয়া সত্ত্বেও অনেকে নিজের প্রাক্তনকে ভালোবাসতে বা তাঁদের যত্ন নেওয়া থেকে বিরত থাকতে পারেন না।

কিন্তু আবার এমন অনেকে আছেন, যাঁরা সহজেই পুরনো স্মৃতি মুছে এগিয়ে যান। জ্যোতিষ বলছে, কোনও ব্যক্তি কী ভাবে সম্পর্ক ভাঙার কষ্টের মোকাবিলা করবে, তা তাঁদের রাশির ওপর নির্ভর করে। জ্যোতিষ মতে কোন কোন রাশির জাতকরা সম্পর্ক ভাঙার সময় খুব বেশি চিন্তাভাবনা করেন না ও সামান্য ত্রুটি বিচ্যুতি ঘটলেই তা থেকে বেরিয়ে আসেন জেনে নেওয়া যাক।
​মেষ রাশি 
উগ্র ও প্রতিযোগিতামূলক হন এই রাশির জাতকরা। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের জন্য প্রতিযোগিতায় মেতে ওঠেন এঁরা। কেউ তাঁদের ত্যাগ করে চলে যাক, তার পরিবর্তে মেষ জাতকরাই সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন। এমনকি প্রেম সম্পর্কে কোনও সমস্যা দেখা দিতে শুরু করলেই এঁরা সম্পর্ক ভাঙার চেষ্টা শুরু করে দেন। এ ক্ষেত্রে খুব বেশি বিলম্ব করেন না মেষ জাতকরা।

​বৃষ রাশি 
প্রেম সম্পর্ক ভাঙবেন কি না, সে বিষয়ে নিশ্চিত ও সচেতন থাকেন বৃষ রাশির জাতকরা। অনড় মনোভব কাজ করে এই রাশির জাতকদের মধ্যে। এঁরা একবার সিদ্ধান্ত গ্রহণ করলে কোনও আপোসমূলক আলোচনায় বসতে প্রস্তুত হন না। অপমানিত বৃষ রাশির জাতকদের রাগ আপনারা সহ্য করতে পারবেন না। কারণ বৃষ জাতকদের কাছে আনুগত্য সর্বোপরি। তাই সঙ্গী যদি এঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তা হলে বৃষ জাতকদের রোষের মুখে পড়তে হবে। পরিস্থিতি এমন স্থানে দাঁড়ায় যে, সম্পর্ক ভাঙা ছাড়া অন্য কোনও পথ থাকে না।

​সিংহ রাশি 
এই রাশির জাতকরা খুব একটা বিদ্বেষ পূর্ণ না-হলেও, কোনও সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া সিংহ জাতক বা জাতিকারাই শুরু করেন। প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে ভুলে যাওয়ার ক্ষেত্রে খুব বেশি সময় নেন না এঁরা। যত তাড়াতাড়ি সিংহ জাতক বা জাতিকারা সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন, ততই তাড়াতাড়ি এঁরা দ্বিতীয় প্রেম সম্পর্কে জড়ানোর ক্ষেত্রেও প্রস্তুত হয়ে যান।

​বৃশ্চিক রাশি 
এই রাশির জাতকরা প্রেম সম্পর্ক ভাঙার প্রস্তাব পেশ করুক বা না-করুক, উভয় ক্ষেত্রেই এঁরা প্রতারিত অনুভব করেন। প্রেম সম্পর্ক ভালো হোক বা না-হোক, এঁরা নিজের সঙ্গীকে নিয়ন্ত্রণ করে থাকেন। যা অনেক সময় তিক্ততার কারণ হয়ে দাঁড়ায়। ক্রমশ সম্পর্ক ভাঙার দিকে পরিস্থিতি এগিয়ে যায়। প্রেম সম্পর্ক ভাঙার পরও তাঁরা সেই ঘোর থেকে বেরিয়ে আসতে পারেন না। কোনও প্রেম সম্পর্ক কাজ করছে কি না, তা এঁরা খুব শীঘ্র বুঝতে পারেন।

​ধনু রাশি 

জ্যোতিষ বলছে ধনু রাশির জাতকরা নিয়ন্ত্রিত ও সীমাবদ্ধ অনুভব করলে রেগে যান ও ভিন্ন পথে হাঁটতে শুরু করেন। কারণ এঁরা সম্পর্কের মধ্যে কোনও অহেতুক, অপ্রয়োজনীয় কথা বরদাস্ত করেন না। কেন সম্পর্ক ভাঙছেন, সে বিষয়ে এঁদের চিন্তাভাবনা খুবই স্বচ্ছ। কোনও সম্পর্ককে পিছনে ফেলে এগিয়ে যাওয়া ধনু রাশির জাতকদের জন্য খুব সহজ। শুনতে রূঢ় মনে হলেও, এঁদের সীমাবদ্ধ করে রাখার চেষ্টা করলেই হীতে বিপরীত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.