নতুন বছরে সাফল্য পেতে মেনে চলুন স্বামী বিবেকানন্দর এই ১০ উপদেশ

 


ODD বাংলা ডেস্ক: ধর্ম, দর্শন, ইতিহাস, শিল্প, সমাজ বিজ্ঞান, সাহিত্য। এই সব বিষয়ে অনন্ত জ্ঞান ছিল স্বামী বিবেকানন্দর। তাঁর প্রয়াণের এত বছর পরেও তাঁর চিন্তা ভাবনা, তাঁর উপদেশাবলী আজও আমাদের জীবনের পাথেয়। যুব সমাজে আজও উত্‍সাহ ও অনুপ্রেরণা দেয় স্বামীজির বাণী। সেই কারণে স্বামীজিকে যুব সমাজের আদর্শ বলে মনে করা হয়।


জীবনে যখন কঠিন সময় আসে, তখন সাফল্য অনেক দূরের বস্তু বলে মনে হয়। সেই সময় ধৈর্য্য আমাদের ছেড়ে চলে যেতে শুরু করে। কিন্তু জীবনে স্বামী বিবেকানন্দর বাণী ও অমূল্য উপদেশ মেনে চলতে পারলে সাফল্য অর্জন করা সম্ভব। সবে শুরু হয়েছে নতুন বছর ২০২৩। এই সময় স্বামী বিবেকানন্দর এই অমূল্য উপদেশ মেনে চলতে পারলে সাফল্য আপনার পদ চুম্বন করবে। কারণ স্বামীজির বাণী আমাদের কঠিন সময়ের মুখোমুখি হওয়ার মতো শক্তি দান করবে।


১. কোনও কিছু শেখার জন্য মনঃসংযোগ করা সবচেয়ে জরুরি। আর মনঃসংযোগ করতে হলে ধ্যান করতে হবে। একমাত্র ধ্যান করেই তুমি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে।


২. ওঠো, জাগো এবং নিজের লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না।


৩. যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত নতুন জ্ঞান আহরণ করতে হবে। অভিজ্ঞতাই আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক।


৪. লোকে তোমার নিন্দে করুক, বা প্রশংসা করুক, তোমার লক্ষ্যবস্তু তোমার কাছে থাকুক, বা দূরে, আজই তোমার মৃত্যু হোক বা ভবিষ্যতে, সত্যের পথ থেকে কখনও সরে যেও না।


৫. যে সময়ে যে কাজ করবেন বলে আপনি কথা দিয়েছে, সেই কাজ সেই সময়ের মধ্য়েই শেষ করুন। না হলে মানুষের বিশ্বাস আপনার উপর থেকে সরে যাবে।


৬. আমাদের চিন্তা-ভাবনাই আমাদের তৈরি করে। আমরা যেমন চিন্তা করব, মানুষ হিসেবেও আমরা তেমনই। তাই আমাদের নিজেদের চিন্তাভাবনা নিয়ে সতর্ক থাকা জরুরি।


৭. একটা সময়ে একটাই কাজ করুন এবং সেই কাজ করার সময় নিজের সমস্ত আত্মা সেই কাজে সঁপে দিন, আর সবকিছু ভুলে যান।


৮. আপনি যা ভাববেন, তেমনই মানুষে পরিণত হবেন। আপনি দুর্বল চিন্তাভাবনা করলে মানুষ হিসেবেও দুর্বল হয়ে থাকবেন। আপনি যদি নিজেকে সবল ভাবেন, তাহলেই আপনি সবল হবেন।


৯. গোটা বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি আমাদের মধ্যে। কিন্ত আমরা তা টের পাই না। নিজেদের চোখের উপর হাত চাপা দিয়ে চারপাশে অন্ধকার বলে কান্নাকাটি করি।


১০. লড়াই যত কঠিন হবে, জয়ও ততই বড় হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.