মাঝ আকাশেই শুরু রক্তপাত, জরুরি অবতরণেই পরই মৃত্যু প্রৌঢ়ের!
ODD বাংলা ডেস্ক: বিমান তখন মাঝ আকাশে। আচমকা শুরু হল রক্তপাত। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলেন পাইলট। জরুরি অবতরণ করানো হল বিমানটিকে। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। জরুরি অবতরণের পর সঙ্গে সঙ্গে ৬০ বছর বয়সী ওই প্রৌঢ়কে নিয়ে ছুটে যাওয়া হয় বিমানবন্দর সংলগ্ন হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে ইন্দোর বিমানবন্দরে। জানা গিয়েছে, মাদুরাই থেকে দিল্লি যাচ্ছিলেন ওই ব্য়ক্তি। ইন্ডিগো বিমানের যাত্রী ছিলেন তিনি। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়। অতুল গুপ্তা নামে ৬০ বছর বয়সী ওই প্রৌঢ় 6E-2088 বিমানের যাত্রী ছিলেন। বিমানে আকাশে ওড়ার পর আচমকাই মাঝ আকাশে অসুস্থবোধ করতে থাকেন তিনি। শুরু হয় মুখ দিয়ে রক্তপাত।
Post a Comment