প্রথম পাঁচ দিনেই পাঠানে-এর বক্স অফিসের ভাঁড়ারে ২০০ কোটি?অনুমান বিশেষজ্ঞদের
ODD বাংলা ডেস্ক: ২৫ জানুয়ারি বিগ স্ক্রিনে মুক্তির অপেক্ষায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন প্যাকড মুভি পাঠান। ছবিকে ঘিরে শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে। বেশরম গানের গেরুয়া মনোকিনি বিতর্ককে উড়িয়ে অগ্রিম টিকিট বুকিং ইতিমধ্যেই নজির গড়েছে পাঠান। দেশ থেকে বিদেশ সর্বত্রই পাঠানের জয়জয়কার। শাহরুখ ভক্তরা ইতমধ্যেই পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের জন্য মুম্বইয়ের একটি হল পুরো হল বুক করে নিয়েছে তো কোথাও আবার ৫০ হাজার দর্শককে পাঠানের প্রথম শো দেখার সুযোগ করে দিচ্ছে। পাঠান ক্রেজ দেখে বিশেষজ্ঞরা মনে করছেন প্রথম পাঁচদিনে ভারতে ২০০ কোটি আর বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলবে শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত পাঠান।
Post a Comment