কেন্দ্রের ‘চোখরাঙানি’, ডুবন্ত যোশীমঠের উপগ্রহ চিত্র সরাল ISRO
ODD বাংলা ডেস্ক: অন্যদিকে যোশীমঠের পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ দল। সূত্রের খবর, , গোটা যোশীমঠ ভূগর্ভের ২.২ ফুট গভীরে চলে যাবে ওই রিপোর্টে দাবি করা হয়েছে। এই আবহে দু’দিন আগেই উপগ্রহ চিত্র প্রকাশ করে বিস্ফোরক তথ্য় প্রকাশ্যে আনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। গত ১২ দিনে যোশীমঠ প্রায় ৫.৪ সেন্টিমিটার বসে গিয়েছে বলে জানায় এই সংস্থা। এর পরও আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে বদ্রীনাথের প্রবেশদ্বারে।এনিয়ে National Disaster Management Authority বা NDMA-র যুক্তি, যোশীমঠ নিয়ে একাধিক সংস্থা বিভিন্ন রকমের তথ্য সংবাদমাধ্যমকে দিচ্ছে। বোঝার ভুলে সেগুলি সঠিকভাবে প্রকাশিত হচ্ছে না। ফলে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে দেবভূমিতে। কেন্দ্রীয় সংস্থার তরফে এই নির্দেশিকা আসতেই নিজেদের ওয়েবসাইট থেকে যোশীমঠের উপগ্রহ চিত্র সরিয়ে দেয় ISRO। যা নিয়ে নরেন্দ্র মোদী সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধীরা।
Post a Comment