বদ্রীনাথ জাতীয় সড়কেও ফাটল! জোশীমঠের অবনমন নিয়ে বাড়ছে উদ্বেগ

ODD বাংলা ডেস্ক: জোশীমঠ বিপর্যয়ের মাঝে নতুন করে ফাটল দেখা দিল বদ্রীনাথ জাতীয় সড়কে। এক থেকে দুই মিটার চওড়া ফাটল দেখা গিয়েছে বদ্রীনাথ জাতীয় সড়কের একাধিক অংশে। বদ্রীনাথে তীর্থযাত্রার অন্যতম প্রধান রাস্তা এই জাতীয় সড়ক।প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়েছে, বদ্রীনাথের পথে এই ফাটল নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কারণ নেই। আগামী মে মাসে বদ্রীনাথ যাত্রা শুরু হওয়ার আগেই ফাটল মেরামত করে দেওয়া হবে।বদ্রীনাথ, হেমকুণ্ড যাত্রার ‘গেটওয়ে’ বলা হয় জোশীমঠকে। গাড়োয়াল হিমালয়ের বুকে সেই শহরেই বিপন্ন হয়ে উঠেছে সাধারণ জীবনযাত্রা। জোশীমঠে মোট ৮৬৩টি বাড়িতে ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে। কোনও কোনও বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাসিন্দাদের চোখের সামনে। শুধু বাড়ি নয়, জোশীমঠের রাস্তাতেও ক্রমশ চওড়া হয়েছে ফাটল। বহু মানুষকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যা‌ওয়ার বন্দোবস্ত করেছে সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.