জোশীমঠে বিপর্যয়ের আঁচ পড়বে না চারধাম যাত্রায়, আশ্বাস উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর
ODD বাংলা ডেস্ক: জোশীমঠ ঘিরে আতঙ্কের মধ্যেই চারধাম যাত্রার প্রস্তুতি শুরু করেছে উত্তরাখণ্ড সরকার। কিন্তু ভূমি বসে যাওয়ার কারণে চারধাম যাত্রায় অংশ নেবেন কি না, এ নিয়ে সংশয়ে রয়েছেন অনেক পুণ্যার্থীই। এ ব্যাপারে আশ্বস্ত করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। জোশীমঠের পরিস্থিতির কোনও প্রভাব পড়বে না চারধাম যাত্রায়— এমন আশ্বাসই দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও বিশেষজ্ঞদের একাংশ সংশয় প্রকাশ করছেন।চলতি বছরের শুরু থেকে জোশীমঠে একের পর এক বাড়ি, হোটেলে ফাটল দেখা গিয়েছে। যার জেরে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সেখানকার বাসিন্দারা। জোশীমঠের পাশাপাশি ফাটল দেখা গিয়েছে কর্ণপ্রয়াগেও। উত্তরাখণ্ডের অন্য দুই শহর মুসৌরি এবং নৈনিতালের বহু বাড়িতে ফাটল দেখা গিয়েছে বলে দাবি।
Post a Comment