আজই রান্নাঘর থেকে দূর করুন এই চারটি খাবার, দ্রুত কমবে ওজন, মিলবে উপকার

 


ODD বাংলা ডেস্ক: বাড়তি ওজন সকলেরই চিন্তার কারণ হয়। এই মেদ কমাতে কী করবেন তা অধিকাংশই ঠিক করে উঠতে পারেন না। কেউ কঠিন এক্সারসাইজ করেন, কেউ বা ডায়েট মেনে চলেন। এই সব করতে গিয়ে সব সময় যে দ্রুত উপকার মেলে এমন নয়। হাজার পরিশ্রমের পরেও সামান্য ভুলে বাড়তে পারে মেদ। আজ রইল এমনই চারটি ভুলের কথা। ওজন কমাতে চাইলে আজই রান্নাঘর থেকে দূর করুন এই চারটি খাবার, দ্রুত কমবে ওজন, মিলবে উপকার। দেখে নিন কী কী।


জ্যাম সকলের ফ্রিজেই মজুত থাকে। ফলের নির্যাস নিয়ে এই জ্যাম তৈরি হলেও এতে রয়েছে চিনি। যা শুধু ওজন বৃদ্ধি করে না। সঙ্গে স্বাস্থ্যহানীর কারণ হতে পারে। বড়রা তো বটেই এমনকী শিশুদেরও জ্যাম খাওয়বেন না। রোজ রোজ জ্যাম দিয়ে পাউরুটি খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়।


কোল্ড ড্রিংক্স ওজন বৃদ্ধির অন্যতম কারণ। ভুলেও খাবেন না এমন পানীয়। আজই ফ্রিজ থেকে বের করে দিন কোল্ড ড্রিংক্স। এতে অধিক পরিমাণে চিনি থাকে। যা ওজন বৃদ্ধি করে। তাই মেনে চলুন এই সকল বিশেষ টিপস। বন্ধ করুন কোল্ড ড্রিংক্স খাওয়া।


তেমনই বিস্কুটের কারণে বাড় মেদ। এই কথা আমরা অনেকেই জানি না। এতে আছে ময়দা ও চিনি। যা ওজন বৃদ্ধি করে থাকে। এবার থেকে ভুলও বারে বারে বিস্কুট খাবেন না। খেলে হলে সুগার ফ্রি বিস্কট খান। কিংবা স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাড়িতে বানিয়ে নিন বিস্কুট।


ওজন কমানোর কথা মাথায় এলে সবার আগে ত্যাগ করুন চিনি। চিনি নানান স্বাস্থ্য জটিলতা তৈরি করে। তেমনই বৃদ্ধি করে ওজন। তাই সবার আগে বন্ধ করুন চিনি খাওয়া। এটি একদিকে যেমন ওজন বৃদ্ধি করে তেমনই বাড়ায় শারীরিক জটিলতা।


তেমনই ওজন কমাতে চাইলে রোজ পুষ্টিকর খাবার খান। ১ বাটি করে সবজি সেদ্ধ খান। সঙ্গে প্রচুর পরিমাণে জল খান। দিনে ৭ থেকে ৮ গ্লাস জল পান প্রয়োজন। তেমনই এড়িয়ে চলুন ভাজাভুজি। খাবেন না ফাস্টফুড। এতে মিলবে উপকার। শরীর থাকবে সুস্থ। দূর হবে নানান শারীরিক জটিলতা। মেনে চলুন এই সকল বিশেষ টিপস। সঙ্গে। আজই রান্নাঘর থেকে দূর করুন এই চারটি খাবার, দ্রুত কমবে ওজন, মিলবে উপকার। মেনে চলুন এই সকল টোটকা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.