বেসিক কি-প্যাড ফোন থেকেই এবার করা যাবে UPI পেমেন্ট, নতুন নিয়ম আনল RBI

ODD বাংলা ডেস্ক: আপনি কি স্মার্ট ফোন ব্যবহারের পক্ষপাতী নন, তাই কি আজও ব্যবহার করেন বেসিক ফোন। কিন্তু ডিজিটাল পেমেন্টের যুগে কীভাবে বেসিক ফোন দিয়ে সারবেন UPI পেমেন্ট? এদিকে, এই মুহূর্তে দাঁড়িয়ে UPI ছাড়া দোকান-বাজার, ভাবাই কঠিন।এই মহাসমস্যারই এবার সমাধান এনে দিয়েছে RBI। এবার ডিজিটাল ডিটক্স আর ক্যাশলেস বিশ্ব চলবে হাত ধরাধরি করে। এমনই নিয়ম আনল Reserve Bank of India। এবার কি-প্যাডযুক্ত বেসিক ফোনেও জুড়ছে Unified Payments Interface (UPI) ফিচার। UPI 123PAY-র মাধ্যমে এবার থেকে ডিজিটাল ট্রান্সাকশন করতে পারবেন ফিচার ফোন ইউজাররাও। নয়া এই ফিচার চালু হচ্ছে অন্তত 40 কোটি ফিচার ফোনে। আর সবচেয়ে মজার কথা, UPI 123PAY ব্যবহার করার জন্য কোনও রকম ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না ইউজারের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.