কোন রাশিতে কোন গ্রহ শুভ, আর কোন গ্রহ দেয় অশুভ প্রভাব? জেনে নিন...
ODD বাংলা ডেস্ক: মেষ থেকে মীন পর্যন্ত ১২টি রাশির কথা জ্য়োতিষশাস্ত্রে বলা হয়েছে। প্রতিটি রাশির উপর বিভিন্ন গ্রহের প্রভাব থাকে। এই সব গ্রহের প্রভাবেই বিভিন্ন রাশির জাতকদের ভাগ্য নির্ধারিত হয়ে থাকে। কোনও কোনও গ্রহ কোনও কোনও রাশিতে শুভ অবস্থানে থাকে। আবার কোনও কোনও রাশিতে থাকে গ্রহের অশুভ প্রভাব। জেনে নিন কোন রাশিতে কোন গ্রহের শুভ এবং কোন গ্রহের অশুভ প্রভাব কাজ করে।
সূর্য
পূর্ব দিকে সফর করেন সূর্য। সিংহ রাশির অধিপতি হলেন সূর্য। সূর্য মেষ রাশিতে শুভ এবং তুলা রাশিতে অশুভ প্রভাব বিস্তার করে থাকে।
চন্দ্র
কর্কট রাশির অধিপতি হলেন চাঁদ। চাঁদের গতিপথ হল উত্তর-পশ্চিম। বৃষ রাশিতে চাঁদ ভালো অবস্থানে থাকে এবং বৃশ্চিক রাশিতে চাঁদের অবস্থান নীচস্থ।
মঙ্গল
মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল। এক একটি রাশিতে মোটামুটি এক মাস করে অবস্থান করেন লাল গ্রহ মঙ্গল। জ্যোতিষ অনুসারে মকর রাশিতে মঙ্গলের প্রভাব শুভ এবং কর্কট রাশিতে মঙ্গলের প্রভাব অশুভ।
বুধ
কন্যা ও মিথুন রাশির গ্রহাধিপতি হলেন বুধ। কন্যা রাশির জাতকদের উপর বুধের শুভ প্রভাব থাকে। মীন রাশির জাতকদের উপর থাকে বুধের অশুভ প্রভাব।
বৃহস্পতি
বৃহস্পতি গ্রহের গতিপথ হল উত্তর-পূর্ব। ধনু এবং মীন রাশির জাতকদের গ্রহাধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। কর্কট রাশিতে বৃহস্পতি শুভ প্রভাব বিস্তার করেন এবং তিনি মকর রাশির জাতকদের উপর অশুভ প্রভাব বিস্তার করেন।
শুক্র
বৃষ ও তুলা রাশির গ্রহাধিপতি হলেন শুক্র। শুক্রের গতিপথ হল দক্ষিণ-পূর্ব। কন্যা রাশিতে শুক্র হলেন নীচস্থ এবং মীন রাশিতে শুক্রের অবস্থান উচ্চ।
শনি
কর্মফলের দেবতা শনি হলেন মকর ও কুম্ভ রাশির গ্রহাধিপতি। শনির গতিপথি হল উত্তর-পশ্চিম। তুলা রাশিতে শনির শুভ প্রভাব এবং মেষ রাশিতে এর অশুভ প্রভাব কাজ করে।
রাহু-কেতু
জ্যোতিষ অনুসারে ছায়াগ্রহ রাহু ও কেতু কোনও রাশির অধিপতি নয়। রাহু বৃষ ও মিথুন রাশিতে শুভ এবং বৃশ্চিক ও ধনু রাশিতে অশুভ প্রভাব বিস্তার করে থাকে। কেতু আবার ঠিক এর উল্টো। ধনু ও বৃশ্চিক রাশিতে শুভ অবস্থানে থাকে এবং বৃষ ও মিথুন রাশিতে নীচস্থ অবস্থানে থাকে।
Post a Comment