রাজ্য থেকে কি বিদায় নিল শীত? কী বলছে হাওয়া অফিস
ODD বাংলা ডেস্ক: বড়দিন, বর্ষবরণ, মকর সংক্রান্তির পর বসন্ত পঞ্চমীতেও দেখা নেই শীতের। মাঘেই কি রাজ্য থেকে বিদায় নিল শীত? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তেমন আশার বাণী শোনাতে পারছে না হাওয়া অফিস। আগামী সপ্তাহখানেক উষ্ণতা আরও বাড়বে বলেই দাবি আবহাওয়াবিদদের।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে তাপমাত্রা আপাতত স্বাভাবিকের উপরেই থাকবে। আগামী ২-৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি করে বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে। পরবর্তী দু-তিনদিনও পরিস্থিতি একইরকম থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা হতে পারে। উপকূলের জেলাগুলিতেই সেই সম্ভাবনা বেশি। কলকাতায় দিনের বেলায় শীতের আমেজ টের পাওয়া যাবে না।
Post a Comment