গরীবের ভগবান! পদ্মশ্রী সম্মানে ভূষিত মধ্যপ্রদেশের ২০ টাকার চিকিৎসক
ODD বাংলা ডেস্ক: সমাজে বিশেষ অবদানের জন্য পদ্ম সম্মান পেলেন মধ্যপ্রদেশের চিকিৎসক। মাত্র ২০ টাকার ফি-তে রোগী দেখে থাকেন চিকিৎসক মুনিশ্বর দাওয়ার পদ্ম সম্মানে সম্মানিত হতে পেরে খুশি ২০ টাকার চিকিৎসক। অন্য দশটা চিকিৎসকের থেকে তিনি অনেক আলাদা। মুর্মুষ রোগীর চিকিৎসাই তাঁর একমাত্র ব্রত। দুর্মূল্যের বাজারে রোগী দেখার ফি, মাত্র ২০ টাকা। তাও অনেক সময় দেওয়ার মতো ক্ষমতা থাকে না রোগীদের। তাতেও কোনও বিরক্তি নেই চিকিৎসকের। রোগীদের মধ্যে কেউ কেউ তাঁকে বসিয়েছে ভগবানের আসনে। মধ্যপ্রদেশের ২০ টাকা ফি নেওয়া চিকিৎসককে এ বছর পদ্ম সম্মানে সম্মানিত করল কেন্দ্রীয় সরকার।মুনিশ্বর চন্দর দাওয়ার নামে ৭৭ বছর বয়সী চিকিৎসক প্রতিদিন প্রায় ২০০-র বেশি রোগী দেখেন। রোগী দেখার জন্য আগে ২ টাকা ফি নিতেন তিনি। কিন্তু পরে সেই ফি ২০ টাকা করেন তিনি। ফি কম নেওয়ার কারণ নিয়ে সংবাদসংস্থাকে কাছে মুখ খুলেছেন মধ্যপ্রদেশের ওই চিকিৎসক।
Post a Comment