শনির চিহ্ন মকরে আসছে সূর্য, আগামী ১ মাস প্রচুর অর্থলাভ এই ৪ রাশির



 ODD বাংলা ডেস্ক: সূর্যকে সৌরজগতের প্রধান বলে মনে করা হয়। আগামী ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। সেদিন সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে গোচর করবে। সূর্যের পুত্র শনি হলেন মকর রাশির গ্রহাধিপতি। সূর্য-শনির এই বিরল যোগাযোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সম্পর্কে পিতা পুত্র হলেও সূর্য ও শনির মধ্যে সম্পর্ক মোটেও ভালো না। আবার মকর রাশিতে প্রবেশের মধ্যে দিয়েই শুরু হয় সূর্যের উত্তরায়ণ যাত্রা। ১৪ জানুয়ারি ২০২৩ সন্ধে ৮টা ৫৭ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে সূর্য। সূর্য মকর রাশিতে প্রবেশ করলে ১৪ জানুয়ারি থেকে পরের এক মাস আর্থিক ভাবে দারুণ লাভবান হবেন চার রাশির জাতকরা। জেনে নিন কোন কোন রাশি এই তালিকায় রয়েছে।


​বৃষ রাশি


শনির রাশি মকরে সূর্যের গোচরের ফলে লাভবান হতে চলেছেন বৃষ রাশির জাতকরা। মকর সংক্রান্তির পর থেকেই কেরিয়ারে উন্নতির নতুন সুযোগ পাবেন বৃষের জাতকরা। আপনি চাকরি করুন বা ব্যবসা, ১৪ জানুয়ারির পরের এক মাস আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন আপনি। আয় বাড়বে, উপার্জনের নতুন পথ খুলে যাবে। তবে কোনও শর্টকাট উপায়ে টাকা কামাতে গেলে ক্ষতির মুখে পড়তে পারেন।


​মিথুন রাশি


মকর রাশিতে সূর্যের গোচরের ফলে ভাগ্যের মোড় খুলবে যে সব রাশির তার মধ্যে রয়েছেন মিথুন রাশির জাতকরা। ১৪ জানুয়ারি থেকে এক মাস সব কাজেই ভালো ফল পাবেন মিথুন রাশ্র জাতকরা। চাকরি ও ব্যবসায় সাফল্যের যোগ আছে। টাকা আসতে থাকবে সমানেই। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। মনের উপর থেকে চাপ কমবে। কাজের নতুন সুযোগ পাবেন।


​কর্কট রাশি


১৪ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সৌভাগ্যকে নিজের পাশে পাবেন কর্কট রাশির জাতকরা। সূর্যের শুভ প্রভাবে এই সময় দাম্পত্য জীবনে সুখ বাড়বে কর্কট রাশির জাতকদের। যাঁরা এখনও অবিবাহিত, তাঁরা এই সময় জীবনসঙ্গীর খোঁজ পেতে পারেন। হঠাত্‍ করে বেশ কিছু টাকা-পয়সা আসতে পারে কর্কট রাশির জাতকদের কাছে। পরের ৩০ দিন কোনও রকম অর্থকষ্টের মুখে আপনাকে পড়তে হবে না। আপনার মনের সব ইচ্ছেই এই সময় পূরণ হবে।


​মকর রাশি


১৪ জানুয়ারি মকর রাশিতেই প্রবেশ করতে চলেছে সূর্য। সূর্যের শুভ প্রভাবে এই সময় সব কাজে ভাগ্যের সহায়তা পাবেন মকর রাশির জাতকরা। এই সময় আপনার জীবনে বড় কোনও পরিবর্তন আসতে চলেছে। স্বাস্থ্য নিয়ে পুরনো সমস্যা থাকলে তা এই সময় মিটে যাবে। আপনার উন্নতির পথে সবরকম বাধা কেটে যেতে চলেছে। সব রকম আর্থিক কষ্ট থেকে এই সময় মুক্তি পাবেন মকর রাশির জাতকরা।


​মকর সংক্রান্তি


হিন্দুদের মধ্যে মকর সংক্রান্তি একটি বিশেষ উত্‍সব। প্রায় গোটা দেশেই মকর সংক্রান্তি পালিত হয়। তবে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নাম ও রীতি-রেওয়াজের মধ্যে দিয়ে এই দিনটি পালিত হয়। পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি পালন করা হয় পৌষ পার্বন নামে। এছাড়া কোথাও লোহরা, কোথাও উত্তরায়ণ, কোথাও খিচড়ি, আবার কোথাও তেহরি বা পোঙ্গল নামে পালন করা হয় মকর সংক্রান্তি। এই বিশেষ দিনে নদীতে স্নান করে সূর্য দেবতার পুজো করা এবং দান করার রীতি প্রচলিত আছে। এদিন কালো তিলও খাওয়া হয়ে থাকে। এদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে। মকর সংক্রান্তি থেকেই শুরু হয় সূর্যের উত্তরায়ণ যাত্রা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.