যৌনসুখে 'বঞ্চিত' ব্যক্তির ক্ষতিপূরণ চেয়ে মামলা

ODD বাংলা ডেস্ক: ৬৬৬ দিন মিথ্যে অভিযোগে জেল খাটতে হয়েছে, আর সেই কারণে যৌনসুখের মতো ঈশ্বরের একাধিক উপহার থেকে বঞ্চিত হয়েছেন-এই যুক্তিতে মধ্যপ্রদেশ সরকারের থেকে ১০ হাজার কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দাবি করলেন মধ্যপ্রদেশের রাতলামের এক আদিবাসী ব্যক্তি। ৩৫ বছরের কান্তু ওরফে কান্তিলাল ভিলের দাবি, মিথ্যে অভিযোগে যে দু'বছর তাঁকে জেলবন্দি থাকতে হয়েছে, সেই সময়ে তাঁর পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। তাঁর স্ত্রী, সন্তান এবং বয়স্ক মা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। কান্তুর বক্তব্য, 'জেলবন্দিত্বের এই দু'বছর যে দুঃসহ কষ্ট ভুগেছি, বলে বোঝাতে পারব না। আমার পরিবার আমার জন্য একটা অন্তর্বাসও কিনে দিতে পারেনি। ঠান্ডায়-গরমে, সারা বছর জেলে পোশাকহীন অবস্থায় কাটাতে বাধ্য হয়েছি। জেলে এই নোংরা অবস্থায় দিন কাটিয়ে আমার চর্মরোগ দেখা দিয়েছে, সঙ্গে আরও কিছু অসুখ। এই দু'বছরে মাথাযন্ত্রণার একটা রোগ আমাকে ধরেছে, যা এখনও ভোগাচ্ছে। ছ'জনের পরিবারে একমাত্র রোজগেরে ছিলাম আমি, তা হলে আমাকে ছাড়া পরিবারের কী অবস্থা হয়েছিল ভাবুন! ঈশ্বরের কৃপায় জেল থেকে বেরোতে পেরেছি।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.