নেতাজি যে কাজ করতেন, সংঘও তাই করে: মোহন ভাগবত
ODD বাংলা ডেস্ক: নেতাজির জন্মজয়ন্তীতে বড় মন্তব্য করতে শোনা গেল সংঘ প্রধান মোহন ভাগবতকে। সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে কলকাতার শহীদ মিনারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে RSS। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, "নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমাদের সত্যি করতে হবে। ভাগ্য সহায় থাকলে উনিই আগে দেশ শাসন করতে পারতেন। নেতাজি যে কাজ করতেন, সংঘ সেই কাজ করে। নেতাজি যে সমৃদ্ধশালী দেশ দেখতে চেয়েছিলেন, সংঘও তাই চায়। আমাদের দেশ গোটা দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের সেই উদাহরণ তৈরি করতে হবে।"
Post a Comment