আলিয়ার বিরুদ্ধে পুলিশি অভিযোগ নওয়াজউদ্দীন সিদ্দিকির মায়ের!


ODD বাংলা ডেস্ক: নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়ার বিরুদ্ধে পুলিশি অভিযোগ করলেন অভিনেতার মা। ওই অভিযোগের ভিত্তিতেই আলিয়ার বিরুদ্ধে রুজু করা হয়েছে FIR। সংবাদসংস্থা সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই আলিয়া ওরফে জৈনাবের সঙ্গে সমস্যা চলছিল নওয়াজউদ্দিনের মা মেহেরুন্নেসা সিদ্দিকীর। কিন্তু, কী নিয়ে এই সমস্যা? জানা গিয়েছে, মূলত সম্পত্তি নিয়েই দীর্ঘদিন ধরে বচসা চলছে তাঁদের। সোমবার মেহেরুন্নেসার বাংলোয় গিয়েছিলেন আলিয়া। সেই সময়েই নাকি শাশুড়ির সঙ্গে তুমুল ঝামেলা হয় তাঁর। যার জেরে ভার্সোভা পুলিশ স্টেশনে পুত্রবধূ আলিয়ার নামে অভিযোগ দায়ের করেন মেহেরুন্নেসা। ভারতীয় দণ্ডবিধির ৪৫২, ৩২৩, ৫০৪ এবং ৫০৬ ধারায় ওই মামলা রুজু হয়েছে। আর সেই কারণেই সোমবার নাকি নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.