ভুলেও স্পর্শ করবেন না রাস্তায় পড়ে থাকা এই ৫ জিনিস, না-হলে...

 


ODD বাংলা ডেস্ক: অশুভ শক্তির প্রভাব দূর করতে বিভিন্ন ধরনের উপায় করে থাকি আমরা। আবার বর্তমানে কেউ টোনা-টোটকায় বিশ্বাস না-করলেও, বলে রাখা ভালো অনেক ক্ষেত্রে এগুলি নিছকই অন্ধবিশ্বাস হয় না। অমাবস্যা-সহ কিছু বিশেষ তিথিতে তিনমাথা বা চৌমাথা মোড়ে অনেক কিছু পড়ে থাকতে দেখি আমরা। আগের যুগে ঠাকুমা-দিদিমারা বলতেন, রাস্তায় কিছু পড়ে থাকলে তা যেন কোনও ভাবেই স্পর্শ না-করি। সে সমস্ত সন্দেহজনক জিনিস এড়িয়ে চলাফেরা করি। এখনও ঠিক তেমনই বিশেষ বিশেষ তিথিতে কিছু জিনিস রাস্তায় পড়ে থাকতে দেখি। জ্যোতিষ মতে তা স্পর্শ করতে নেই। পথেঘাটে বেরিয়ে কোন জিনিস পড়ে থাকতে দেখে তা স্পর্শ না-করেই এড়িয়ে যাবেন, সেগুলি এখানে জানানো হল।


চুলের গোছা


রাস্তায় প্রায়ই চুলের গোছা পড়ে থাকতে দেখা দেয়। বাস্তু অনুযায়ী চুলের গোছা দেখা অশুভ মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী চুলের গোছার ওপর রাহুর কোপ থাকে। তাই এই চুলের গোছা কখনও ডিঙিয়ে যেতে নেই। এমনকি স্পর্শ করা থেকেও বিরত থাকা উচিত। তা না-হলে এর ফলে জীবনে সমস্যা দেখা দিতে পারে।


লেবু-লঙ্কা


পথে লেবু-লঙ্কা পড়ে দেখেছি প্রত্যেকেই। এটিকে কখনও পা দিয়ে পিষে বা ডিঙিয়ে যেতে নেই। বাড়ি, দোকান, অফিসের প্রবেশদ্বারে অনেকে লেবু-লঙ্কা লাগান। কালো শক্তি বা অশুভ শক্তিকে দূর করাই এর মূল উদ্দেশ্য। এই লেবু-লঙ্কা শুকিয়ে গেলে একে পথে ফেলে দেওয়া হয়। অতএব ধরে নেওয়া যেতে পারে যে এই লেবু-লঙ্কার মধ্যে অশুভ শক্তি বাস করে। যা স্পর্শ করলে ব্যক্তির পিছু নেয়। তাই রাস্তায় পড়ে থাকা লেবু-লঙ্কাকে স্পর্শ না-করার কথা বলছে শাস্ত্র।


পুজো সামগ্রী ও খাওয়া-দাওয়া


চৌমাথা মোড়ে অনেক সময় পুজোর সামগ্রী বা খাবার-দাবার রাখা থাকে। আসলে চারমাথায় পিতৃপুরুষদের জন্য খাবার রাখার বিধান রয়েছে। এই স্থানটি পিতৃপুরুষদের সমর্পিত। তাই চৌমাথায় কোনও খাবার-দাবার পড়ে থাকতে দেখলে তা থেকে দূরত্ব বজায় রাখা উচিত। আবার পুজোর ফুল বা অন্য কোনও সামগ্রী পড়ে থাকলেও তা স্পর্শ করবেন না।


পোড়া কাঠ


পথে চলাফেরা করার সময় পোড়া কাঠ বা কাঠের ভস্ম দেখলে তা স্পর্শ করবেন না। মনে করা হয় এর ফলে নেতিবাচক শক্তি নির্গত হয়। কোনও ব্যক্তি সেই কাঠ ডিঙিয়ে গেলে বা স্পর্শ করলে নেতিবাচক শক্তির দ্বারা ব্যক্তি প্রভাবিত হয়ে যায়। এর ফলে তাঁদের জীবনে সমস্যা দেখা দিতে পারে।


মৃত পশুদের থেকে দূরে থাকুন


পথে কোনও মৃত পশু পড়ে থাকতে দেখলে তা থেকে দূরে সরে যান, এমন কিছু দেখলেই দিক পরিবর্তন করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও পরিস্থিতিতেই মৃত পশুকে ডিঙিয়ে বা তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাবেন না। কোনও পশুর মৃত শরীর ডিঙিয়ে গেলে জীবনে নেতিবাচক শক্তি প্রবেশ করে। যা আপনার জীবনে কুপ্রভাব বিস্তার করতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.