বঙ্গে উধাও শীত, ক্রমশ চড়ছে পারদ

ODD বাংলা ডেস্ক:জানুয়ারি মাস প্রায় শেষের দিকে। মাস শেষের সঙ্গে সঙ্গে বঙ্গে শীত প্রায় নেই বললেই চলে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শীত ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, আবহাওয়া দফতর সূত্রে অন্তত এমনটাই জানা গিয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কার্যত শীত উধাও। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের তাপমাত্রাও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের ন্যূনতম চার থেকে পাঁচ ডিগ্রি উপরে থাকবে। সকালের দিকে কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আগামী চার-পাঁচ দিন একই রকম থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা। পশ্চিমের জেলায় সকালে ও রাতে হালকা শীতের আমেজ থাকলেও কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.