১২ ঘণ্টা পুলিশ ভ্যানে বসে গণধর্ষিতা! প্রশ্নের মুখে ওডিশা প্রশাসন

ODD বাংলা ডেস্ক: গণধর্ষণকাণ্ডে নির্যাতিতাকে ‘হেনস্থা’। অভিযোগকারিণীর মেডিক্যাল পরীক্ষা করতে ‘অস্বীকার’ করলেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। যার জেরে ১২ ঘণ্টার বেশি সময় ধরে তাঁকে পুলিশ ভ্যানে বসে থাকতে হয়েছে বলে অভিযোগ। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে ওডিশার কেওনঝড় জেলার আনন্দপুরে। সূত্রের খবর, ওই দিন সোসো থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন বছর ৩৭-র এক মহিলা। FIR-র নেওয়ার পর নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে আনন্দপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। অভিযোগ, সেখানে তাঁকে পরীক্ষা করতে অস্বীকার করেন চিকিৎসকরা। তাঁদের যুক্তি ছিল, যে জায়গায় অপরাধ সংগঠিত হয়েছে, তা সালানিয়া কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে পড়ে। নির্যাতিতাকে সেখানেই নিয়ে যেতে বলেন ওই হাসপাতালের চিকিৎসকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.