২০২৩-এ ত্যাগ করুন এই অভ্যাস, তা হলেই পিছু ছাড়বে দুর্ভাগ্য

 


ODD বাংলা ডেস্ক: জ্যোতিষ অনুযায়ী দৈনন্দিন জীবনের ছোটখাটো ঘটনা যেমন ভাগ্যোন্নতি ঘটাতে পারে, তেমনই কিছু কিছু জিনিস চরম দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। আপাতদৃষ্টিতে এই ঘটনাগুলি অত্যন্ত তুচ্ছ মনে হলেও, কখন কোনটি আপনার দুর্ভোগ ডেকে আনতে পারে, তা আগে থেকে জানা কঠিন। কিন্তু এই সমস্ত ঘটনাগুলি আপনাদের ভাগ্যকে প্রভাবিত করতে পারে। শাস্ত্র মতে কিছু কিছু জিনিস আছে, যা সকলের সঙ্গে ভাগ করে নিতে নেই। তা না-হলে আপনারাই সমস্যায় জড়াবেন। ২০২৩ সালে এই ভুলগুলি করা থেকেই বিরত থাকতে হবে আপনাদের। শাস্ত্র মতে ২০২৩-এ কোন কাজগুলি এক্কেবারেই করবেন না, জেনে নিন।


নিজে পাওয়া উপহারগুলি অন্যদের দেবেন না


অনেক সময় বাড়িতে কোনও অনুষ্ঠান হলে বা কোনও কারণে অনেকগুলি উপহার পেয়ে থাকি আমরা। সেই উপহারের কিছুটা নিজের কাজে লাগালেও, অধিকাংশই অন্যদের উপহার দিয়ে থাকি। শাস্ত্র মতে নিজের পাওয়া জিনিস অপরকে দিতে নেই। শাস্ত্র বলছে উপহারের আদান-প্রদান করার পরিবর্তে অন্তত পক্ষে এক টাকাও নিন। এর ফলে দুর্ভাগ্য আপনার পিছু নেবে না।


অন্যের পোশাক পরবেন না


অনেকে অন্যের পোশাক চেয়ে পরেন। জ্যোতিষে অন্যের কাপড় চেয়ে পড়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারণ অন্যের পোশাকের পাশাপাশি তাঁর দুর্ভাগ্যও আপনি গ্রহণ করছেন। তাই খুব প্রয়োজনীয় কিছু না-হলে অন্যের পোশাক পরবেন না।


অন্যের বিছানায় ঘুমাবেন না


কিছু কিছু ব্যক্তি অন্যের বিছানায় ঘুমিয়ে পড়েন। শাস্ত্রে এই অভ্যাসকেও ভুল বলা হয়েছে। শাস্ত্র মতে, অন্যের বিছানায় ঘুমানোর ফলে নিজের জীবনে সমস্যা ডেকে আনতে পারেন আপনি। নিজের বিছানায় যেমন অন্যদের ঘুমাতে দেবেন না, তেমনই আপনিও অন্যের গদি ও বিছানা ব্যবহার করবেন না।


পথে পরে থাকা জিনিস স্পর্শ করবেন না


অনেক সময়ে পথে লেবু-লঙ্কা, নারকেল, পুজোর জিনিস ফেলা থাকে। শাস্ত্র মতে এঁদের ভুলেও স্পর্শ করতে নেই। কারণ সেই সমস্ত জিনিস স্পর্শ করলে, তাতে উপস্থিত নেতিবাচক শক্তি ব্যক্তির শরীরে প্রবেশ করে এবং তাঁদের ক্ষতি করতে পারে।


সৌভাগ্য লাভের উপায়


এই ঘটনাগুলি এড়িয়ে যাওয়াই শ্রেয়। কিন্তু অনেক সময়ে তা সম্ভব হয়ে ওঠে না। সে ক্ষেত্রে যে কোনও দুর্ভাগ্য থেকে মুক্তির কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে। কী সেই উপায়? জেনে নিন--


১. কাজের পথে বাধা সৃষ্টি হলে গুরু পুষ্য বা রবি পুষ্যে ১১টি বট পাতা নিয়ে তাতে হলুদ দিয়ে স্বস্তিক আঁকুন। তার পর এটি ঠাকুর ঘরে রেখে দিন। এর ফলে দুর্বল গ্রহ মজবুত হবে।


২. বাড়িতে দুর্ভাগ্য ও অশুভ শক্তির ছায়া থাকে বাড়ির প্রবেশদ্বারের বাইরে এবং ভিতরে একই স্থানে গণপতির মূর্তি রাখুন। প্রবেশদ্বারের ওপর গণপতির ছবি এমন ভাবে লাগাবেন, যাতে পরস্পরের পিঠ একই জায়গায় থাকে। গণপতির ছবিতে দূর্বা নিবেদন করতে ভুলবেন না।


৩. একসঙ্গে লক্ষ্মী-নারায়ণের পুজো করুন। এর ফলে সমস্ত সংকট দূর হবে। এর পাশাপাশি দরিদ্র বাচ্চাদের খাবার খাওয়ান ও যথাশক্তি দান করুন।


৪. যে কোনও মুহূর্তে বাড়িতে কালো হলুদ আনুন। তার পর সেটি লকারে রেখে দিন। এর ফলে আর্থিক সংকট ও দুর্ভাগ্য দূর হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.