শ্রীনগরে প্রবল তুষারপাতের মধ্যে ‘ভারত জোড়ো’-য় ইতি টানলেন রাগা
ODD বাংলা ডেস্ক: সোমবার প্রবল তুষারপাতের মধ্যে জম্মু-কাশ্মীরে শেষ হয় কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’। শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেন রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, “পদযাত্রা শুরু হওয়ার সময় মনে হয়েছিল এটা কোনও ব্যাপারই নয়। কারণ শারীরিকভাবে আমি যথেষ্ট শক্ত সমর্থ্য। কিন্তু, পদযাত্রা শুরুর ৫-৭ দিনের মধ্যেই সমস্ত অহংকার ভেঙে যায়। ছোটবেলায় ফুটবল খেলার সময় একবার হাঁটুতে চোট পেয়েছিলাম। পদযাত্রা শুরুর কয়েকদিনের মধ্যেই হাঁটুতে শুরু হয় যন্ত্রণা। কী ভাবে পদযাত্রা শেষ করব তা বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত কোনও মতে এই কর্মসূচি শেষ করেছি।”৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করে দেশের প্রাচীনতম দল। চার মাস ২৩ দিন পর শেষ হল কর্মসূচি। গোটা ভারত জুড়ে হওয়ায় এই পদযাত্রায় ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন রাগা।
Post a Comment