'পরবর্তী মকর সংক্রান্তির আগে শেষ হবে রামমন্দিরের বাকি কাজ', জানালেন ট্রাস্টের সম্পাদক
ODD বাংলা ডেস্ক: অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ অর্ধেক হয়ে গিয়েছে। পরবর্তী মকর সংক্রান্তির আগে বাকি কাজও শেষ হয়ে যাবে। মকর সংক্রান্তির আগে লোহরির দিন অযোধ্যার রামমন্দির ট্রাস্টের সম্পাদক চম্পত রাই এই দাবি করেছেন। শুক্রবার চম্পত বলেন, ‘‘লোহরির দিন সূর্য আজ মকর রাশিতে প্রবেশ করেছে। ২০২৪ সালে সূর্যের মকর রাশিতে প্রবেশের আগে রামমন্দির নির্মাণের বাকি কাজ শেষ হয়ে যাবে।’’ তিনি জানান, মন্দিরের মেঝে-সহ অন্যান্য নির্মাণের কাজ শেষের পথে। গর্ভগৃহের নীচতলার কাজ অগস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
Post a Comment