৫০ হাজার বছর পর পৃথিবীর কাছাকাছি বিরল এই ধূমকেতু
ODD বাংলা ডেস্ক: ফের পৃথিবীর আকাশে হাজির হয়েছে এক বিরল প্রজাতির ধূমকেতু। ৫০ হাজার বছর আগে ওই ধূমকেতুকে পৃথিবীর বুকে দেখা গিয়েছিল। এই ধূমকেতুর বিশেষত্ব যে তা দেখতে সবুজ রঙের। আগামী সপ্তাহে এই বিরল ধূমকেতু দেখা যেতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের আশা, ২ ফেব্রুয়ারি ওই ধূমকেতুকে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি জায়গায় দেখা যাবে। ২০২২ সালের মার্চে Zwicky Transient Facility (ZTF) থেকে ওয়াইড ফিল্ড সার্ভে ক্যামেরায় প্রথম এই ধূমকেতুকে দেখা গিয়েছিল। এই ধূমকেতুর নাম দেওয়া হয়েছে C/2022 E3 (ZTF)। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এই ধূমকেতু টেলিস্কোপ এবং দূরবীণ, দুটো দিয়েই দেখা যাবে। পাশাপাশি, পরিষ্কার রাতের আকাশে দেখা যাবে খালি চোখেও। নাসা জানিয়েছে যে এই ধূমকেতুর বর্তমান উজ্জ্বলতার প্রবণতা বজায় থাকলে, টেলিস্কোপ, দূরবীণ এবং কিছু ক্ষেত্রে অন্ধকার আকাশের নীচে খালি চোখেও একে দেখা যাবে। উত্তর গোলার্ধের পর্যবেক্ষকরা সকালের আকাশে ধূমকেতুটিকে দেখতে পাবেন। কারণ তা জানুয়ারিতে উত্তর-পশ্চিম দিকে দ্রুত চলে যায়। এটি ফেব্রুয়ারির শুরুতে দক্ষিণ গোলার্ধে দেখা যাবে। Weather.com-এর মতে, ভারতীয় আকাশে, উত্তর-পশ্চিম দিকে তাকালে, বুটস নক্ষত্রমণ্ডলে দিগন্তের ১৬° ওপরে এই ধূমকেতু দেখা যাবে। কিন্তু, বহুতল এবং রাস্তার আলো জ্বলে থাকলে দূরবীণ এবং টেলিস্কোপ ছাড়া এই ধূমকেতু দেখা কঠিন হবে। দ্য ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্ট ধূমকেতু C/2022 E3 (ZTF) এর একটি লাইভস্ট্রিম বিনামূল্যে ৩১ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টা ৩০-এ অথবা বুধবার ১ ফেব্রুয়ারি রাত ১১:০০ টায়। সংস্থার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে এই লাইভ দেখা যাবে।
Post a Comment