জুন মাসেই দেশে শুরু গণছাঁটাই! পরিস্থিতি সামলাতে তৎপর কেন্দ্র

ODD বাংলা ডেস্ক: জুন মাসেই দেশজুড়ে বাড়বে বেকারত্বের সমস্যা। তবে সেই সমস্যা মেটাতে পুরোদমে কাজ করছে সরকার, এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। ইতিমধ্যেই জানা গিয়েছিল, ২০২৩ সালের শুরু থেকেই ব্যাপক ছাঁটাই শুরু হবে বিশ্বজুড়ে। মূলত পশ্চিমি দুনিয়ায় এই ছাঁটাই হলেও ভারতে এর প্রভাব পড়তে পারে।। আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা বলেছিলেন, গত দুই বছরের তুলনায় চলতি বছরে আর্থিক মন্দার হার অনেক বেড়ে যাবে। তার জেরেই কর্মহীন হবেন বহু মানুষ। ভারতে এই মন্দার প্রভাব নিয়ে সতর্কবাণী শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী।পুণেতে জি-২০ সম্মেলনের একটি বৈঠকে বক্তৃতার সময়ে রাণে বলেন, জুনের পরেই ভারতে শুরু হবে বেকারত্বের সমস্যা। তাঁর মতে, “বিশ্বজুড়েই বহু মানুষ চাকরি হারাবেন। প্রায় সবকটি দেশেই এর প্রভাব পড়বে। সরকারের সঙ্গে আলোচনা করে বুঝেছি, ভারতে এই সমস্যা শুরু হবে জুন মাস থেকে।” তবে সকলকে আশ্বস্ত করে রাণে বলেছেন, গোটা পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছে কেন্দ্র। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.