রোগী না খিটখিটে? গালের রঙ জানাবে আপনার রহস্য! জানাচ্ছে সমুদ্র শাস্ত্র

 


ODD বাংলা ডেস্ক: চোখ, হাত, পা, এমনকি আঙুল, নখ দেখেও ব্যক্তির স্বভাব, ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়। এর পাশাপাশি গাল এবং গালের রঙও ব্যক্তির চরিত্রের বিভিন্ন রহস্যময় দিক সম্পর্কে ব্যাখ্যা করে থাকে। জ্যোতিষ শাস্ত্রের এক শাখা সমুদ্র শাস্ত্রের মাধ্যমে ব্যক্তির শারীরিক গঠন, আকার, আকৃতি, রঙ দেখে তাঁদের ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়। ব্যক্তির গালের রঙ ও আকার কোনও ব্যক্তির ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ সম্পর্কে জানায়। গাল দেখে কী ভাবে লোক চিনবেন? জানাচ্ছে সমুদ্র শাস্ত্র--

গালের রঙ সাদা হলে


সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী কোনও ব্যক্তির গালের রঙ সাদা হলে, সেই ব্যক্তি একাধিক রোগে আক্রান্ত হতে পারেন। এই জাতকদের শরীরে রক্তাল্পতা থাকে। পাশাপাশি এই জাতকরা বেপরোয়া হন। খুব চিন্তাভাবনা করে যে কোনও কাজ করেন এই জাতকরা। শীঘ্র কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেন না। শুধু তাই নয়, এই জাতকদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। তাই বিপরীত পরিস্থিতিতে খুব শীঘ্র ভয় পেয়ে যান সাদা গালের জাতকরা।


গালের রঙ লাল হলে


যে জাতকদের গাল লাল রঙের হয়, তাঁরা রাগী হন। পাশাপাশি এই জাতকরা শিল্পপ্রেমী হন। শিল্প সম্পর্কে অগাধ জ্ঞান থাকে এঁদের। সমুদ্র শাস্ত্র মতে এই জাতকদের মধ্যে ধৈর্য্যের অভাব থাকে। তবে আত্মবিশ্বাসে ভরপুর থাকেন এঁরা। সাহসী ও অকুতোভয় হন লাল গালের জাতকরা। একবার লক্ষ্য নির্ধারণ করলে, তা লাভ করেই শান্ত হন এঁরা। মনে কোনও কিছুই লুকিয়ে রাখেন না। যা বলার তা মুখের ওপর বলেন।


মোলায়েম গাল


সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যে জাতকদের গাল মোলায়েম, তাঁরা নিজের জীবনে সমস্ত কিছু খুব সহজে লাভ করতে পারেন। পাশাপাশি ঘোরাফেরার অত্যন্ত শৌখিন হন এই জাতকরা। জীবনে প্রচুর সুখ-সুবিধা ভোগ করেন এঁরা। বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসেন মোলায়েম গালের জাতক। পাশাপাশি নিজের জীবনসঙ্গীকে মনপ্রাণ দিয়ে ভালোবাসেন এঁরা। খুব ভালো ভাবে নিজের সম্পর্ক পালন করেন।


গাল কঠোর হলে


কোনও ব্যক্তির গাল কঠোর হলে, তাঁরা অত্যন্ত রাগী ও খিটখিটে মেজাজের হয়ে থাকেন। সমুদ্র শাস্ত্র মতে, জীবনে প্রচুর অর্থ উপার্জন করেন এঁরা। কিন্তু তা সত্ত্বেও অর্থ সঞ্চয় করতে পারেন না। অনেক সময় নিজের এই স্বভাবের কারণে অর্থাভাবের শিকার হন এঁরা। যে জাতকদের গাল কঠোর, তাঁদের জীবনে অনেক সংঘর্ষ করতে হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.