শীতের মরশুমে দিন শুরু করুন ভেষজ চা দিয়ে, মিলবে এই পাঁচ উপকার, দেখে নিন এক ঝলকে

 


ODD বাংলা ডেস্ক: গরম চায়ে চুমুক দিয়ে সকলেই দিন শুরু হয়। কেউ দিন শুরু করেন লিকার চা দিয়ে, কেউ খান দুধ চান। তো কেউ কোনও ফ্লেভার্ড চা খেয়ে থাকেন। তবে, শারীরিক সুস্থতা বজায় রাখতে চাইলে দিনের শুরু থেকেই সতর্ক হন। দিন শুরু করুন এমন উপাদান দিয়ে যা দূর করবে নানান জটিলতা। সঙ্গে শরীর রাখবে সুস্থ। এবার শীতের মরশুমে নানান জটিলতা থেকে বাঁচতে শীতের মরশুমে দিন শুরু করুন ভেষজ চা দিয়ে, মিলবে এই পাঁচ উপকার, দেখে নিন এক ঝলকে।


সর্দি-কাশির সঙ্গে লড়াই করতে খেতে পারেন ভেষজ চা। মশলা যুক্ত চা সাধারণ সর্দি ও কাশির সঙ্গে লড়াই করতে শরীরকে প্রস্তুত করে। এক কাপ আদা, হলুদ বা দারুচিনি দিয়ে বানিয়ে নিন ভেষজ চা। নিয়মিত এই চা খেলে শরীর থাকবে সুস্থ।


হজম ক্ষমতা উন্নত হবে ভেষজ চায়ের গুণে। আদা, পুদিনার মতো উপাদান দিয়ে ভেষজ চা তৈরি করা হয়ে থাকে। এই সকল ভেষজ উপাদানের গুণে হজম ক্ষমতা হয় উন্নত। তেমনই গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা দূর করে। খেতে পারেন এমন চা। শীতের সময় অনেকেই হজমের সমস্যায় ভুগে থাকেন। তা দূর হবে এর গুণে।


রক্ত সঞ্চালন ঠিক রাখতে খেতে পারেন ভেষজ চা। এটি আমাদের শরীর সুস্ত রাখতে সাহায্য করে। দারুচিনি চা বা ক্যামোলাইল চা খেতে পারেন। এটি শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখে। শরীরের সকল অঙ্গে রক্ত সঠিক ভাবে চলাচল করলে যাবতীয় রোগ থেকে মেলে মুক্তি। মেনে চলুন এই বিশেষ টিপস।


প্রদাহ জনিত সমস্যা শীতের সময় নতুন নয়। এই প্রদাহ জনিত সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে দিন শুরু করুন ভেষজ চা দিয়ে। চাইলে জাফরানের সঙ্গে ভেষজ চা পান করুন। তেমনই লবঙ্গের সঙ্গে মিশিয়ে তৈরি করুন ভেষজ চা। এটি ঘটাবে স্বাস্থ্যের উন্নতি। এতে প্রদাহ জনিত সমস্যা কমবে তেমনই কমবে যাবতীয় ব্যথা।


এনার্জি বৃদ্ধি পাবে ভেষজ চা খেলে। এই ধরনের চা-তে প্রচুর পুষ্টি ও খনিজ থাকে। যা এনার্জি বৃদ্ধি করে। অনেকে এনার্জি বৃদ্ধি করতে এনার্জি ড্রিংক্স খান। এতে অধিক ক্যাফেইন থাকে। যা শরীরের ক্ষতি করে। তাই এবার থেকে এনার্জি বৃদ্ধিতে খেতে পারেন ভেষজ চা। এতে দ্রুত মিলবে উপকার। রইল উপায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.