ড্রাইভিং লাইসেন্সে ফিরছে স্মার্ট কার্ড, খসবে বাড়তি টাকা!

ODD বাংলা ডেস্ক: তিন বছরের কাগজের যুগ শেষ। বাড়তি সুরক্ষা নিয়ে ড্রাইভিং লাইসেন্সে ফিরছে স্মার্ট কার্ড। একেবারে অত্যাধুনিক মোড়কে। তবে তার জন‌্য বাড়তি ২০০ টাকা খসবে সাধারণ মানুষের। সাধারণত নিয়ম মেনে ড্রাইভিং লাইসেন্স পেতে ৩৪০ টাকা লাগে। তবে তা স্মার্ট কার্ড হয়ে গেলে আরও বাড়তি ২০০ টাকা দিতে হবে। ফেব্রুয়ারি মাস থেকেই নয়া লাইসেন্স হাতে পেতে পারেন আবেদনকারীরা।ইতিমধ্যেই টেন্ডার করে সংস্থা চিহ্নিত হয়ে গিয়েছে। কার্ড তৈরির কাজও দ্রুত শুরু হবে। দপ্তরের কর্তাদের দাবি, এই ২০০ টাকা কোনও বাড়তি চার্জ নয়। মোটর ভেহিক‌্যাল রুলেই স্মার্ট কার্ড বাবদ এই টাকা নেওয়ার কথা উল্লেখ রয়েছে। শুধু লাইসেন্স নয়, গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেটও এবার কার্ডেই মিলবে। অতীতে ড্রাইভিং লাইসেন্স প্ল‌াস্টিকের কার্ডেই দেওয়া হত। কিন্তু বছর তিনেক ধরে তা বন্ধ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.