‘দুঃখিত’, বার্তা পাঠিয়ে ৩৮০ জনকে ছাঁটাই করল সুইগি

ODD বাংলা ডেস্ক: মাত্র এক ই-মেল-এই ৩৮০ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত জানিয়ে দিল ফুড ডেলিভারি সংস্থা ‘সুইগি’। ছাঁটাই হতে চলা কর্মীদের কাছে ইতিমধ্যেই মেল পৌঁছে গিয়েছে। সেখানে এই কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য দুঃখপ্রকাশ করছেন সংস্থার সিইও। তবে যাঁরা কাজ হারালেন, তাঁদের প্রত্যেকেই তিন মাসের বেতন এবং অন্যান্য আর্থিক সুযোগসুবিধা পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।সিইও শ্রীহর্ষ মাজেতি বলেছেন, “সংস্থার আশু সংস্কারের লক্ষ্যে আমরা যখন বৈঠকে বসি, তখন আমাদের মনে হয় যে, প্রয়োজনের তুলনায় বেশি কর্মী নিয়োগ করে ফেলা হয়েছে। তাই ভারসাম্য রক্ষার জন্যই আমাদের এই কঠোর সিদ্ধান্তটা নিতে হল।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.