ঘনিষ্ঠ সময়ে পুরুষরাই নার্ভাস থাকেন: তামান্না ভাটিয়া



 ODD বাংলা ডেস্ক: সিনেমায় প্রায়ই শিল্পীদের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। এসব দৃশ্যে অভিনয়ের সময় অস্বস্তিতে ভোগেন অনেক অভিনেত্রী। কিন্তু এবার এর বিপরীত মন্তব্য করলেন দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তামান্না বলেছেন ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনেত্রীরা নন। বরং অভিনেতারাই বেশি অস্বস্তিতে ভোগেন।


সম্প্রতি একটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন দক্ষিণী অভিনেত্রী। তিনি বলেন, অভিনেতারা ঘনিষ্ঠ দৃশ্যের সময় নার্ভাস থাকেন। তার নারী সহকর্মীর অনুভূতি কেমন হবে তা নিয়ে চিন্তিত থাকেন পুরুষরা। এখানে সহকর্মীর সঙ্গে সমঝোতার ব্যাপার রয়েছে। হোক সে নারী কিংবা পুরুষ।


সাক্ষাৎকারের সময় দক্ষিণী নায়িকা ‘লাস্ট স্টোরিজ-২’ তে নিল ভোপালামের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা বলেন। জানান, দৃশ্যটি ধারণের আগে তাদের সঙ্গে কথা বলে নিয়েছিলেন পরিচালক। সেই সঙ্গে তাদের মধ্যে একটি সীমারেখা নির্ধারণ করে দেন।


জানা গেছে, নেটফ্লিক্সের অ্যান্থলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ’ মুক্তি পায় ২০১৮ সালে। এর সিক্যুয়েল ‘লাস্ট স্টোরিজ-২’ মুক্তি পাবে ২০২৩ সালের ভালোবাসা দিবসে। এই সিক্যুয়েলের একটি পর্বে অভিনয় করেছেন তামান্না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.