কলকাতায় মরশুমের শীতলতম দিন আজ! হবে শৈত্য়প্রবাহ?
ODD বাংলা ডেস্ক: অবশেষে পারদ পতন শহরে। পারদ নামল ১২ ডিগ্রির ঘরে। চলতি সপ্তাহেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গত বছরের শেষ কয়েকটা দিন আক্ষেপ নিয়েই কাটিয়ে দিয়েছিলেন শহরের শীতপ্রেমীরা। উষ্ণতম বর্ষবরণের সাক্ষী থেকে কলকাতা। কিন্তু, নতুন বছরের শুরুতেই মিটল সেই আক্ষেপ। অবশেষে জাঁকিয়ে শীত পড়ল কলকাতায় । জেলায় জেলায়ও চলছে শীতের দাপট।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবারই চলতি মরশুমের শীতলতম দিন। শহরের তাপমাত্রা নেমে গিয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে দাঁড়িয়েছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।
Post a Comment