বিটিএসের দেখা পেতে পাকিস্তানের দুই কিশোরীর বাড়ি ছেড়ে পলায়ন!
ODD বাংলা ডেস্ক: গত সপ্তাহে নিখোঁজ হয়েছিল পাকিস্তানের দুই কিশোরী। অবশেষে তাদের সন্ধান পাওয়া গেছে বাড়ি থেকে ৭৫০ মাইল দূরে। পুলিশ জানিয়েছে, কে-পপ ব্যান্ড বিটিএসের সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়েছিল তারা। খবর সিএনএনের।
১৩ ও ১৪ বছর বয়সি মেয়ে দুটি শনিবার (৭ জানুয়ারি) করাচির কোরাংগি থেকে নিখোঁজ হয়।
তাদের বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি ডায়েরি থেকে তাদের দক্ষিণ কোরিয়ায় যাওয়ার পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। কোরাংগির সিনিয়র পুলিশ সুপারিন্টেনডেন্ট আবরাইজ আলী আব্বাসী এক ভিডিও বক্তব্যে এ কথা জানান।
আব্বাসী বলেন, ডায়েরিতে তারা ট্রেনের টাইমটেবিল লেখা। ওতে লেখা ছিল, মেয়ে দুটি আরেক বন্ধুর সঙ্গে পালাবে।
এরপর পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়ে অবশেষে লাহোরে দুই কিশোরীর সন্ধান পায়। শহরটিতে তারা ট্রেনে করে গিয়েছিল।
আব্বাসী জানিয়েছেন, ঘরপালানো মেয়েদের করাচিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি তিনি সন্তানদের 'স্ক্রিন টাইম' নজরদারিতে রাখার অনুরোধও করেন বাবা-মায়েদের।
বিশ্বজুড়েই কে-পপের বিপুলসংখ্যক ভক্ত রয়েছে। বিটিএস সবচেয়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ডগুলোর অন্যতম।
সাত সদস্যের কোরিয়ান বিটিএস ব্যান্ডের সবচেয়ে বয়স্ক সদস্য জিন বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেওয়ায় ব্যান্ডটি এক বছরের বিরতি নিয়েছে। ৩০ বছর বয়সি জিনের সামরিক সেবা গত বছরের ১৩ ডিসেম্বর শুরু হয়। ১৮ মাস থেকে সেনাবাহিনীতে কাজ করতে হতে পারে।
Post a Comment