রূপচর্চায় লেটুস পাতা



 ODD বাংলা ডেস্ক:  খাবার কী শুধুমাত্রই পেটের ক্ষুধা মিটিয়ে দেহের পুষ্টি যোগায়? অবশ্যই নয়। খাদ্যদ্রব্যের আরো অনেক ব্যবহার রয়েছে। পুরুষেরা নিশ্চয়ই অবাক হচ্ছেন শুনে? কিন্তু নারীদের অবাক হওয়ার কথা নয়। কারণ তারা জানেন যে অনেক খাদ্যদ্রব্য আছে যা খুব সহজেই রূপচর্চা কাজে ব্যবহার করা যায়। 

প্রাকৃতিক উপায়ে রূপচর্চা সম্পাদিত হয় বিধায় কোন প্রকার পার্শ-প্রতিক্রিয়া দেখা যায় না! তেমনই একটি খাবার হলো লেটুস পাতা। লেটুস পাতার তৈরি সহজ একটি ফর্মুলা ব্যবহার করলে ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ। চলুন তবে জেনে নেয়া যাক সে সম্পর্কে- 


যা যা লাগবে: এক কাপ পরিমাণ জল, লেটুস পাতা, গোলাপজল। 


যেভাবে ব্যবহার করবেন: এককাপ পরিমাণ পরিষ্কার জলে কয়েকটি লেটুসপাতা ফুটিয়ে ঠাণ্ডা করে জল ছেঁকে নিয়ে তার সঙ্গে আধা চা-চামচ গোলাপজল মিশিয়ে নিতে হবে। এবার এ জল মুখে, গলায় আর হাত-পায়ে লাগিয়ে আধা ঘণ্টা বসে থাকতে হবে। তারপর অল্প গরম জলে হাত, মুখ, গলা ও পা ধুয়ে ফেলতে হবে। এবার ঠাণ্ডা জলে পুনরায় সব স্থান ধুয়ে নিলে ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.