মানুষ থেকে কুকুর হয়েছেন, এ বার কুকুরের মতো খেতেও শিখছেন তিনি

 


ODD বাংলা ডেস্ক: ছোটবেলা থেকেই পশু হওয়ার সাধ ছিল তার। নিজের সেই সাধপূরণ করতে রূপ বদলে মানুষ থেকে কুকুর হয়ে উঠেছিলেন তিনি। নাম তার টোকো। তিনি জাপানের বাসিন্দা। সারমেয় হয়ে উঠতে হুবহু কুকুরের মতো একটি কস্টিউম বানান তিনি।

যার দাম ১১ লাখ ৬৩ হাজার টাকা। সেই সময় তার পোশাক তৈরির কাহিনী দেশ-বিদেশে বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু সাধপূরণ হলেও কুকুর হয়ে কি আদৌ ভালো আছেন তিনি? নিজেই জানালেন টোকো।


ইউটিউবে নিজের চ্যানেল আছে টোকোর। সেখানে অনুরাগীদের উদ্দেশে তিনি জানিয়েছেন, তার ব্যক্তিগত ভাবে কুকুর সাজতে ভালো লাগলেও বিষয়টি ভালো চোখে দেখেন না বাড়ির লোক ও বন্ধুরা। 


তারা ভাবেন, তিনি ‘অস্বাভাবিক’। আর সে জন্য অধিকাংশ সময়েই পরিজনদের সামনে এ নিয়ে কোনো আলোচনা করেন না তিনি। বন্ধুদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে তিনি ভয় পান বলেও জানিয়েছেন টোকো। কিন্তু জনসমক্ষে কুকুর সাজা নিয়ে কথা না বললেও তার এখনও কুকুর সাজতে খুবই ভালো লাগে বলে জানিয়েছেন জাপানি এই যুবক।


কুকুরের মতো জীবনযাপন করতে মাসে একাধিক বার ঐ পোশাকটি পরেন তিনি। পোশাক তৈরির সময় নির্মাতা সংস্থাকে টোকো শর্ত দিয়েছিলেন, পোশাকটি এমন হতে হবে, যাতে খুব ভালো করে দেখলেও আসল কুকুরের মতোই লাগে। কিন্তু শুধু পোশাক পরেই ক্ষান্ত হননি টোকো। নিজেই জানিয়েছেন, ঐ পোশাক পরে কুকুরের মতো আচরণও করেন তিনি। পুরোদস্তুর কুকুর হয়ে উঠতে নকল ‘ডগ ফুড’ বা কুকুরের খাবারও খাওয়া অভ্যাস করেছেন তিনি। কুকুরের মতো চলাফেরা করতেও শিখেছেন। তাই পরিজনেরা মেনে না নিলেও এখনই কুকুরের পোশাক ফেলে দিচ্ছেন না তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.