অগ্ন্যাশয়ের ক্যানসারের লক্ষণ

 


ODD বাংলা ডেস্ক: অগ্ন্যাশয়ের ক্যানসার হতে পারে প্রাণঘাতী। তাই চিকিৎসা প্রথমেই শুরু করা দরকার। তবেই রোগীর এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। তাই এর লক্ষণ সম্পর্কে জেনে রাখা ভালো।তবেই ভালো থাকতে পারবেন। প্যাংক্রিয়াস শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই অঙ্গটি থেকে নানা রাসায়নিক এবং নির্গত ইনসুলিন হরমোন রক্তে চিনির পরিমান নিয়ন্ত্রণ করে। সেখানে যদি ক্যানসারাস টিউমার দেখা দেয় তাহলে সমস্যা বেড়ে যায়।  বিশেষজ্ঞরা বলেন এটা প্রাণঘাতী বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু প্রাথমিক অবস্থায় ধরা পড়লে জটিলতা অনেকটা কমে আসে চিকিৎসার কারণে। 


লক্ষণ


মেয়ো ক্লিনিক থেকে এই রোগের কিছু লক্ষণ  


>পেটে ব্যথা হতে পারে এবং পিঠের দিকে যেতে পারে

>খেতে না পরা এবং দ্রুত কমে যাওয়া

>ত্বক এবং চোখ হলুদ হয়ে যাওয়া

>পায়খানার রং সাদা হওয়া

>ত্বকে চুলকানি হওয়া

>ডায়াবিটিস নিয়ন্ত্রণ করতে না পারা

>শরীরে রক্ত জমাট বাধা 

>ক্লান্ত লাগা

এই কয়েকটি লক্ষণ দেখতে পেলেই সতর্ক হন।


এই রোগের ঝুঁকি বাড়ার কারণ


>ধূমপান

>ডায়াবিটিস

>ক্রনিক ইনফ্লামেশন থাকে প্যাংক্রিয়াস

>প্যাংক্রিয়াটিক ক্যানসারের ইতিহাস রয়েছে পরিবারে

>বয়স ৬৫-এর বেশি হলে এই রোগ হতে পারে। 


যে বিষয়গুলো খেয়াল রাখতে বলেছেন বিশেষজ্ঞরা 


> ধূমপান অবশ্যই সমস্যার কারণ। তাই ধূমপান থেকে দূরে থাকুন। 


> ওজন ঠিক রাখতে হবে। 


> নিজের খাদ্যাভ্যাস ভালো রাখতে হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.